
মঙ্গলবার ০৬ মে ২০২৫
জঙ্গলে নিয়ে মুক-বধির মহিলাকে "শারীরিক নির্যাতন"। অভিযোগে গ্রেপ্তার ওই নিগৃহীতা মহিলার দুই প্রতিবেশী। দুর্গাপুরের সগড়ভাঙার ঘটনা। মহিলাকে ধর্ষণ করা হয়েছে, দাবি নিগৃহীতার পরিবারের। তদন্তে পুলিশ। মুক-বধির ওই মহিলা দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।