
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নিষ্ঠা থাকলে কী না হয়! নিষ্ঠা আর কঠোর পরিশ্রমের সঙ্গে তাল মিলিয়ে পূরণ করা যায় স্বপ্ন। তার আরও এক উদাহরণ মিলল। সন্ধান পাওয়া গেল এক মহিলার যিনি বিষ্ণোই সম্প্রদায়ের মধ্যে প্রথম ইউপিএসসি পাস করেছেন।
জানা গিয়েছে, তিনি সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নিজের আইডি মুছে ফেলেছিলেন। এমনকী ব্যবহার করতেন না নিজের মোবাইল ফোনও। তাঁর সেই কঠোর অধ্যবসায় তাঁকে আইএএস হতে সাহায্য করেছে।
ওই মহিলার নাম পরী বিষ্ণোই। তিনি রাজস্থানের বিকানের বাসিন্দা। তিনি তাঁর সম্প্রদায়ের মধ্যে প্রথম মহিলা যিনি দেশের সবচেয়ে বিত্তশালী চাকরি পেয়েছেন। বর্তমানে তিনি সিকিমে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা এডিএম পদে রয়েছেন।
সিভিল সার্ভিসে যোগদানের পিছনে কার উৎসাহ সর্বাধিক এ নিয়ে জানতে চাওয়া হলে তিনি সমস্ত কৃতিত্বের পেছনে তাঁর মায়ের অবদানের কথা জানান। তিনি জানান, তাঁর মা একজন পুলিশ অফিসার। তাঁর মায়ের নিষ্ঠা দেখে তিনি নিজেও সিভিল সার্ভিস পরীক্ষায় বসবেন বলে ঠিক করেন। সেই থেকে শুরু করেন কঠোর পরিশ্রম। তাতেই মেলে সাফল্য।
পরীর পড়াশোনা শুরু আজমীরের সেন্ট মেরিস কনভেন্ট স্কুলে। এরপর তিনি দিল্লির ইন্দ্রপ্রস্থ কলেজ থেকে স্নাতক হন। আজমীরের এমডিএস বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি জানিয়েছেন, ইউপিএসসি পরীক্ষায় পাস করার জন্য তিনি প্রায় সন্ন্যাসীর মতো জীবনযাপন করতেন। দূরে রেখেছিলেন মোবাইল ফোনকেও। কঠোর অধ্যবসায়ের পর ২০১৯ সালে তিনি সফল হন। মাত্র ২৩ বছর বয়সে তিনি তৃতীয় বারের প্রচেষ্টায় এই পরীক্ষায় সফল হন। সর্বভারতীয় পরীক্ষায় ৩০ নম্বর স্থান অর্জন করেন।
পরী বিষ্ণোই পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রকের সহকারী সচিব হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। এরপরের ধাপে তিনি সিকিমের গ্যাংটকে সাব–ডিভিশনাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
সম্প্রতি পরী বিয়ে করেছেন। হরিয়ানার আদমপুরের বিধায়ক ভাব্যা বিষ্ণোইয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও