
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে 'হিন্দি আগ্রাসন'-এর অভিযোগ তুলে সরব এম কে স্ট্যালিন সরকার। এসেবর মধ্যেই কেন্দ্র বিরোধী বিরাট পদক্ষেপ করল তামিলনাড়ুর ডিএমকে সরকার। ভারতীয় মুদ্রার চিহ্ন বদলে গেল তামিলনাড়ুতে! মুছে ফেলা হল হিন্দি হরফের ধাঁচে তৈরি টাকার '₹' চিহ্ন। দক্ষিণী এই রাজ্যে ২০২৫-২৬ সালের বাজেটে ভারতীয় মুদ্রার প্রতীকচিহ্ন হিসেবে '₹'-এর ব্যবহারের পরিবর্তে তামিল ভাষার ব্যবহার করা হল।
বৃহস্পতিবার রাজ্য বাজেট নিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তামিলনাড়ু সরকার, তাতে টাকার প্রতীকচিহ্ন হিসেবে '₹' নেই। পরিবর্তে তামিল অক্ষর ব্য়বহার করে 'Ru' লেখা হয়েছে। তামিল ভাষায় টাকাকে 'রুবাই' বলা হয়। সেই নিরিখেই নয়া প্রতীকচিহ্ন 'Ru'-এর ব্যবহার করা হয়েছে। এই প্রথমবার কোনও রাজ্যের তরফে জাতীয় চিহ্ন প্রত্যাখ্যান করা হল।
নয়া এই প্রতীকের ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তিনি লিখেছেন এবারের বাজেটের ভিত্তি হল, 'সকলের জন্য সবকিছু।' ডিএমকে নেতা সারাভানন আন্নাদুরাই সংবাদমাধ্যমকে বলেছেন, "এতে কোনও অবৈধ কিছু নেই.। এটা লোক দেখানোর জন্য করা হয়নি। আমরা তামিলকে অগ্রাধিকার দিই, তাই রাজ্য সরকার এই পদক্ষেপ করেছে"।
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு - இந்தித் திணிப்பு என்று தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிரான #தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்! கண்டனப் பொதுக்கூட்டங்கள் இன்று மாலை தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகின்றன…
— M.K.Stalin (@mkstalin) March 12, 2025
திருவள்ளூரில் உங்களைச்… pic.twitter.com/mxsbSuLsjE
তবে তামিলনাড়ু সরকারের এই পদক্ষেপে বিতর্ক তুঙ্গে। বিষয়টি প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের মুখপাত্র নারায়ণ তিরুপতি বলেছেন, "টাকার জাতীয় চিহ্ন এইভাবে বদলে ফেলা যায় না। এমন পদক্ষেপ করার অর্থ তামিলনাড়ুকে ভারতের থেকে পৃথক হিসাবে তুলে ধরা। গোটা দেশেই টাকার চিহ্ন হিসাবে নির্দিষ্ট একটি প্রতীক ব্যবহার করা হয়। এই পদক্ষেপ আ,সলে ব্যর্থতা ঢাকার চেষ্টা।"
তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাই নিজের রাজ্যে তিন ভাষা সূত্রের সমর্থনে ঘরে ঘরে প্রচার চালাচ্ছেন। স্টালিন সরকারের এই অদলবদলকে "বোকামি" বলে তীব্র নিন্দা করেছেন তিনি। তাঁর কথায়, "₹ প্রতীক ২০১০ সালের জুলাই মাসে গোটা দেশজুড়ে চালু হয়েছিল। একজন প্রাক্তন ডিএমকে বিধায়কের ছেলে এই নকশা করেছিলেন। ফলে রাজ্য সরকারের এই ধরনের পদক্ষেপ আসলে জনগণকে বোকা বানানোর চেষ্টা।"
আগামী বছরের গোড়ায় তামিলনাড়ুতে বিধানসভা ভোট। তার আগে ভাষা বিতর্ক উসকে দিয়ে রাজ্যবাসীর আবেগকে নির্বাচনী হাতিয়ার করতে মরিয়া ডিএমকে। এই বলেই তোপ দাগছে বিজেপি।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও