
বৃহস্পতিবার ২৯ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেল রিয়াল মাদ্রিদ। টাইব্রেকারে ৪–২ গোলে হারাল অ্যাটলেটিকো মাদ্রিদকে। প্রি–কোয়ার্টারে ঘরের মাঠে প্রথম লেগে ২–১ জিতেছিল রিয়াল। কিন্তু ফিরতি লেগে অ্যাটলেটিকোর বিরুদ্ধে ৯০ মিনিটে রিয়াল পিছিয়ে ছিল ১ গোলে। খেলার একেবারে প্রথম মিনিটেই গোল করেন কোনর কালাঘার। তারপর আর গোল হয়নি। দুই লেগ মিলিয়ে ২–২ থাকায় ফলে খেলা যায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোল না হওয়ায় টাইব্রেকার। সেখানেই বাজিমাত করে যায় রিয়াল। টাইব্রেকারে দুর্ভেদ্য হয় ওঠেন রিয়াল গোলকিপার কুর্তোয়া।
এদিকে কোয়ার্টারে উঠে গেল আর্সেনালও। ঘরের মাঠে প্রথম লেগে আর্সেনাল ৭–১ গোলে উড়িয়ে দিয়েছিল ডাচ ক্লাব পিএসভি আইন্ডহোভেনকে। আর ফিরতি লেগের খেলা ২–২ শেষ হয়। দুই লেগ মিলিয়ে ৯–৩ জিতে কোয়ার্টারে উঠে গেল আর্সেনাল।
সেমিফাইনালে আর্সেনাল খেলবে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে।
তবে টাইব্রেকারে জুলিয়ান আলভারেসের শট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শেষ আটে গিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড এবং অ্যাস্টন ভিলাও।
এটা ঘটনা ৭০ মিনিটে বক্সের মধ্যে এমবাপেকে ফেলে দেওয়ায় পেনাল্টি পেয়েছিল রিয়াল। ভিনিসিয়াস গোল করতে পারলে সেখানেই খেলা শেষ হয়ে যেত।
টাইব্রেকারে রিয়ালের হয়ে গোল করেন এমবাপে, জুড বেলিংহ্যাম, ফেদেরিকো ভালভার্দে এবং আন্তোনিয়া রুডিগার। লুকাস ভাজকুয়েজের শট আটকান আতলেতিকো গোলরক্ষক। তবে আলভারেজের শট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শট নেওয়ার সময় পিছলে গিয়েছিলেন আর্জেন্টিনার ফুটবলার। তাঁর বাঁ পা আগে বলের সঙ্গে লাগে। মাটিতে পড়তে পড়তেই ডান পায়ের শটে গোল করেন। প্রথমে রেফারি বুঝতে পারেননি। রিয়াল গোলরক্ষক কুর্তোয়া আবেদন করেন। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভার) জানান, বলে দু’বার আলভারেজের পা লেগেছে। ফলে নিয়ম অনুযায়ী সেই গোল বাতিল করা হয়। এরপর আতলেতিকোর মার্কোস লোরেন্তে শট মিস করলে রিয়াল এগিয়ে যায়। পঞ্চম শটে রুডিগার রিয়ালের জয় নিশ্চিত করেন।
এশিয়ান অ্যাথলেটিক্সে পদকের বন্যা ভারতের, সোনা জিতল মিক্সড রিলে দল, রুপো তেজস্বিনের
নিলামেই বোঝা গিয়েছিল তারকা হবেন, ২০ লাখের জিতেশের দাম ছুঁয়েছিল আকাশ, রেকর্ড গড়ে এসেছিলেন বেঙ্গালুরুতে
ডেল স্টেন হওয়ার স্বপ্ন দেখেন, তাঁর দেশের বোলারের হাতেই মার খেলেন রিপন, জানুন বাংলাদেশের তারকা সম্পর্কে
কলকাতা লিগের গ্রুপ পর্বেই ডার্বি, গ্রুপ বি-তে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব
'ওর দ্বারা এটা হবেই না...ধৈর্য এত কম', ধোনিকে নিয়ে বিরাট মন্তব্য করলেন দেশের তারকা ক্রিকেটার, কেন বললেন একথা?
দ্বিমুকুট জয়, শ্রীভূমিকে হারিয়ে কন্যাশ্রী কাপ জিতল ইস্টবেঙ্গল
চূড়ান্ত অসম্মানিত শ্রেয়স! প্রাপ্য সম্মানটুকুও দিল না শাহরুখের কেকেআর, কী করল নাইটরা?
ইংল্যান্ড সফরের আগে খোঁড়াচ্ছেন ভারতের তারকা ক্রিকেটার, ছড়িয়ে পড়া ভিডিও চিন্তা বাড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের
নেই প্রেমিকা, দশটার মধ্যে ঘুমিয়ে পড়েন, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতিতে ডুবে বাংলার এই ক্রিকেটার
দায়িত্ব নিয়েই দলে রাখলেন না নেইমারকে, তারকা ফুটবলারের যুগ কি শেষ ব্রাজিলে? কী বললেন ব্রাজিলের নতুন হেডস্যর অ্যানচেলোত্তি
বেঙ্কটেশ আইয়ারে মোহভঙ্গ কলকাতার, ২৪ কোটির ক্রিকেটারকে এবার ছেড়েই দেবে নাইটরা
মাত্র ২ রানে অলআউট, ২০০ বছরের লজ্জার রেকর্ড ভাঙল এই দল
আইপিএলের শেষ ম্যাচে লাগামছাড়া চেন্নাই ক্রিকেটাররা, ধোনির পরামর্শ কানেই তুললেন না, এই দুই ক্রিকেটারের উপর বেজায় চটলেন মাহি
কোটিপতি বোলারের পরিবর্তে এলেন ৭৫ লাখের বোলার, প্লে অফের আগে শক্তি আরও বাড়িয়ে নিল বেঙ্গালুরু
'২০ কোটি পেলেও দ্বিগুণ খাটবে না', হতশ্রী আইপিএলের পরে রাহানের সোজাসাপটা মন্তব্য