
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নেপথ্য নায়ক তিনি। ভারত অধিনায়ক রোহিত শর্মা তাঁকে 'নীরব নায়ক' বলে উল্লেখ করেছেন। তিনি শ্রেয়স আইয়ার। তাঁর উপস্থিতি ভারতের মিডল অর্ডারের ধার বাড়িয়েছে।
কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন মুখ্য নির্বাচক দিলীপ ভেঙ্গসরকার মোটেও খুশি নন শ্রেয়সের আউট হওয়ার ধরন দেখে।
ভেঙ্গসরকার বলেন, ''শ্রেয়স আইয়ার বেশ ভাল পারফরম্যান্স করেছে। তবে ফাইনালে ও যেভাবে আউট হয়েছে, তা আমার পছন্দ নয়। ওর শেষ পর্যন্ত থেকে যাওয়া উচিত ছিল। ম্যাচ শেষ করে আসতে পারত। তবে নিজের ক্ষমতা ও উপলব্ধি করতে পেরেছে, এটাই ভাল লাগছে। ছয় নম্বরে নেমে কেএল রাহুলও ভাল ব্যাটিং করেছে। কিন্তু অক্ষর প্যাটেল ওর আগে ব্যাট করতে নামছে, এটা এখনও মেনে নিতে পারিনি। ডান হাতি-বাঁ হাতি কম্বিনেশন বজায় রাখা একটা কারণ হতে পারে।''
অজিত আগরকরের নির্বাচক মণ্ডলীরও প্রশংসা করেন ভারতীয় ক্রিকেটের কর্নেল। তিনি বলছেন, ''নির্বাচকদেরও কৃতিত্ব দিতে হবে। অস্ট্রেলিয়া সিরিজের পর থেকেই ওরা রোহিতের সঙ্গে পড়ে ছিল। স্কোয়াডে পাঁচ জন স্পিনার নেওয়ার সিদ্ধান্তক মাস্টার স্ট্রোক বলে প্রমাণিত হল।''
যাঁকে নিয়ে এত কথা, সেই শ্রেয়স আইয়ার চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচটি ইনিংসে শ্রেয়সের ব্যাট থেকে এসেছে ২৪৩ রান। দুটো হাফ সেঞ্চুরি করেন তিনি। ফাইনালে মাত্র ২ রানের জন্য পঞ্চাশ করতে পারেননি শ্রেয়স। রোহিত ফিরে যাওয়ার পরে অক্ষর প্যাটেলের সঙ্গে প্রয়োজনীয় পার্টনারশিপ গড়েন তিনি। রোহিতের এহেন প্রশংসা পাওয়ার পরে শ্রেয়সকে বলতে শোনা গিয়েছে, ''এটা বড় স্বীকৃতি। এক প্রকার সম্মান পাওয়াও বটে। মাঠে আমার প্রচেষ্টার জন্যই এই শ্রদ্ধা অর্জন করতে পেরেছি। যে ঘাম ঝরানো হচ্ছে, যে চেষ্টা করা হচ্ছে তা কিছু ক্ষেত্রে নজরে আসে না। কিন্তু মাঠে নেমে আমি যা করেছি, তার তার জন্য আমি সন্তুষ্ট। এই উইকেটে ব্যাট করা মোটেও সহজ কাজ ছিল না। যখন বোলাররা রান তোলার বিশেষ সুযোগ দেয় না, সেখানে সিঙ্গলস নেওয়াও খুব কঠিন হয়ে পড়ছিল। কিন্তু আমার মধ্যে এই বিশ্বাস ছিল যে দুটো ছক্কা মারতে পারলেই খেলার গতি নিজেদের অনুকূলে এনে ফেলতে পারব। আসল সময়ে আমি আমার কাজ করতে পেরেছি।''
‘পারফরম্যান্স দেখে অবসর নিতে হলে তো....’ আইপিএলের শেষে এ কীসের ইঙ্গিত ধোনির?
'ওহে গিল, রাহানেকে ফোন করো', ভারতের নব্য অধিনায়ককে পরামর্শ কাইফের, কিন্তু কেন?
দলের প্রয়োজনে কাজে আসছেন না সামি, অস্ট্রেলিয়া সফরে তারকা পেসারকে চেয়েছিল বোর্ড, ফিরিয়ে দেন অনুরোধ
আজই কি কেরিয়ারের শেষ ম্যাচ ধোনির? একগুচ্ছ প্রশ্ন নিয়ে নামছেন সিএসকে তারকা
সাফল্যের পায়েস চেটেপুটে খায় সবাই! গিলের কৃতিত্বের পিছনে রয়েছেন এই তারকা, জানিয়ে দিলেন যোগরাজ
টেস্ট দলে ব্রাত্য থাকার দিন আইপিএলেও হারলেন শ্রেয়স, প্রথম হওয়া হল না পাঞ্জাবের
খেলতে খেলতেই চিয়ারলিডারকে মন দেওয়া, নাইট তারকার প্রেমকাহিনি হার মানায় সিনেমাকেও
আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই
ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের