
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পরিবারে সঙ্গে একটি ঝামেলা আর এর ফলে আমূল পাল্টে গেল এক ব্যক্তির জীবন। ঝাং লেই নামে এক চীনা ব্যক্তি তাঁর পরিবারে সঙ্গে বিবাদের পর জানতে পারেন যে তাঁকে ৩৪ বছর আগে দত্তক নেওয়া হয়েছিল। তিনি আরও জানতে পারেন, তাঁর আসল বোন একই এলাকায় তাঁর বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে বাস করে। এই ঘটনা জেনে রীতিমতো অবাক ঝাং।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে, দত্তক মায়ের সঙ্গে তর্কাতর্কির সময় সত্যটি জানতে পারেন ঝাং। তাঁর স্ত্রী যখন গর্ভবতী ছিলেন, তখন তাঁর দত্তক মা রাগের বশে তাঁকে জানিয়ে দেন যে ঝাং তাঁদের নিজের সন্তান নয়। এমনকি তিনি পরিবারকে ভেঙে ফেলার ধারণাটিও প্রস্তাব করেছিলেন। এই খবর জানার পর, ৩৬ বছর বয়সী ঝাং বাবা-মায়ের বাড়ি ছেড়ে চলে যান। তাঁর স্ত্রী সন্তানের জন্ম দেওয়ার পর, তাঁরা ঝাং-এর পরিবারের খোঁজ করা শুরু করেন। ঝাং চীনের একটি চ্যানেলে একটি সাক্ষাৎকারে বলেন, "আমার স্ত্রী সবসময় আমাকে বলত, অন্তত তোমার খুঁজে বার করা উচিত তোমার পরিবার কোথায়। তোমার জন্মদাতা বাবা-মা তোমার সঙ্গে যেমনই আচরণ করুক না কেন, তোমার শিকড় কোথায় তা জানতে হবে।"
অন্যদিকে, হুবেই প্রদেশের জাওয়াংয়ে ১০০ কিলোমিটারেরও বেশি দূরে, জিওং লিয়ানশিয়ান নামে এক মহিলা ৩০ বছরেরও বেশি সময় ধরে তার নিখোঁজ ছেলে লিউ ওয়েইওয়েইকে অক্লান্তভাবে খুঁজছিলেন। সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুযায়ী, জিওং এবং তাঁর স্বামী একসময় একটি তেলের দোকান চালাতেন এবং প্রায়ই কাজে ব্যস্ত থাকতেন। তাঁদের মেয়ে লিউ ইয়ানকে তাঁর ছোট ভাইবোনদের দেখাশোনার জন্য রেখে যেতেন। সবচেয়ে ছোট ছিল লিউ ওয়েইওয়েই। ১৯৯১ সালে লিউ ইয়ান জল আনতে বাড়ির বাইরে বেরনোর পরেই নিখোঁজ হয়ে যায় দুই বছর বয়সী লিউ ওয়েইওয়েই। পুলিশ তদন্তে জানা যায়, তাঁকে অপহরণ করা হয়েছে। বিধ্বস্ত বাবা-মা তাঁদের ছেলের জন্য মরিয়া অনুসন্ধান শুরু করেন। কিন্তু তাঁদের প্রচেষ্টা ব্যর্থ হয়। ২০১৫ সালে ছেলের মুখ না দেখেই মারা যান তাঁর স্বামী।
২০২৪ সালের আগস্টে ঝাং-এর স্ত্রী জিয়াও ঝেনইউ'স সার্চ স্টুডিও নামে একটি অনলাইন প্ল্যাটফর্মের কথা জানতে পারেন। তিনি ঝাং-কে সেখানে তাঁর নাম নথিভুক্ত করতে উৎসাহ দেন। ওই স্টুডিওর সাহায্যেই মায়ের খোঁজ পান ঝাং। তাঁর ছেলে লিউ ওয়েইওয়েই-এর খোঁজ পান জিওং। নিজের জন্মদাত্রী মায়ের সঙ্গে পুনর্মিলন হলেও, ঝাং আরেকটি আশ্চর্যজনক সত্য শুনে অবাক হয়ে যান। তাঁর নিজের বোন লিউ ইয়ান নানিয়াং-এ থাকতেন। ভাইবোনরা গত ৩৪ বছর ধরে নিজের অজান্তেই ৫০০ মিটার দূরে বসবাস করছিলেন। কিন্তু কখনওই একে অপরের সঙ্গে দেখা হয়নি।
দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু
পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে
সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী
‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ
‘ম্যারেজ গাউন’ পরেই ভ্যাপসা গরমে দৌড়লেন ম্যারাথনে, যুবতীর কাহিনি জল আনবে চোখে
‘সম্ভাবনা বাড়ছে’, ভারত-পাক যুদ্ধ? বড় আশঙ্কা পাক প্রতিরক্ষামন্ত্রীর গলায়
আক্রমণ করতে পারে ভারত, ভয়ে পাক অধিকৃত কাশ্মীরে বিমান চলাচল বাতিল করল পিআইএ!
ভারতের ‘পাল্টা আঘাতের’ আশঙ্কায় কাঁপল পাকিস্তান! কয়েক ঘন্টায় ধস ৩,০০০ পয়েন্ট, ভেঙে পড়ল স্টক মার্কেট
পাঁচ মাস পর জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, জেল মুক্তি নিয়ে রইল ধোঁয়াশা
বিড়ালের মত চেহারা তো হলই না বরং জলে গেল ৬ লক্ষ টাকা, জানেন কী হয়েছিল অস্ট্রেলিয় তরুণী সঙ্গে?
খাবার খেতে গিয়েছিলেন, রেস্তরাঁয় আগুন লেগে ঝলসে গেলেন ২২ জন
পাকিস্তানের মাথায় হাত, বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম
চারতলা বাড়ি রয়েছে, তবু চার বছর গাড়িতেই রাত কাটাচ্ছেন যুবক, কারণ জানলে চমকে যাবেন
ক্যাব চালানোর সময় তেড়ে তর্ক করেন জেন-জেড চালকরা! সমীক্ষায় যা তথ্য উঠে এল