
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ফেভারিট হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নামবে ভারত। টুর্নামেন্টের চারটে ম্যাচই জিতেছে টিম ইন্ডিয়া। গ্রুপ স্টেজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৪ রানে জিতেছে। তবে সেই সময় শেষ চার নিশ্চিত করে ফেলেছিল দুই দলই। তবে ফাইনাল সম্পূর্ণ ভিন্ন লড়াই। তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের লক্ষ্যে নামবে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার প্রধান ভরসা স্পিনাররা। কিউয়িদের বিরুদ্ধে গ্রুপের ম্যাচে চারজন স্পিনার খেলায় ভারত। সুযোগ পেয়েই পাঁচ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হন বরুণ চক্রবর্তী। সবদিক বিবেচনা করলে, ভারতই ফেভারিট। তাসত্ত্বেও কয়েকটা আতঙ্কের জায়গা ধরিয়ে দিলেন দীনেশ কার্তিক। ভারতের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার মনে করেন, কেন উইলিয়ামসন এবং মিচেল স্যান্টনার ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে।
কার্তিক বলেন, 'আমার মনে হয় কেন উইলিয়ামসনের দিকে নজর রাখতে হবে। কারণ ও মাঝের ওভারগুলোতে স্বচ্ছন্দের সঙ্গে ব্যাট করতে পারে। স্যান্টনারও সমস্যা তৈরি করতে পারে। কারণ ও কোনও জায়গা ছাড়ে না। কী করতে হয় জানে। একটা বল বাইরে করবে, বাকিগুলো এদিক-ওদিক। একইসঙ্গে ভাল নেতাও। দলে অনেকে রয়েছে যাদের ওপর ও ভরসা করতে পারে। যেমন কেন উইলিয়ামসন এবং টম লাথাম। সুতরাং, ওরা ভাল দল। নিউজিল্যান্ড টুর্নামেন্টের সেরা দল। ওদের এই জায়গায় দেখে ভাল লাগছে। ভারতকে জিততে হলে, সেরা দলকে হারাতে হবে।'
রবিবার টিম ইন্ডিয়া পরে ব্যাট করলে, বিরাট কোহলির ওপর অনেকটাই নির্ভর করবে। এটা ভারতীয় দলের অন্যতম সেরা অস্ত্র। জানিয়ে দিলেন, একদিনের ক্রিকেটে কোহলিই সেরা ফিনিশার। এই প্রসঙ্গে কার্তিক বলেন, 'ও খুব ভাল স্ট্রাইক রোটেট করে। সেই কারণেই রান তাড়া করে দলকে জেতাতে পারে। কারণ ওর ওপর থেকে চাপ কমে যায়। তারমধ্যে কয়েকটা বাউন্ডারিও মারে। তবে ওর সেরা অস্ত্র হল, স্ট্রাইক রোটেট করা।' ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার সম্ভাবনা প্রবল হলেও, বিপক্ষকে হালকাভাবে না নেওয়ার পরামর্শ দেন ভারতের প্রাক্তনী। কার্তিক বলেন, 'এখনও পর্যন্ত ভারতীয় দল সবকিছু ঠিকঠাক করেছে। সেটাই চালিয়ে যেতে হবে। ভারতের সম্ভাবনা প্রবল। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে আমি মিচেল স্যান্টনারের বোলিং উপভোগ করছি। নেতৃত্বও ভাল দিয়েছে।' ২০১৩ সালের পর প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের লক্ষ্যে নামবে ভারত।
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?