
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নিয়ম না মেনে কোচবিহার পৌরসভার যেখানে সেখানে নোংরা বা জঞ্জাল ফেললেই ১০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। বৃহস্পতিবার কোচবিহার শহরের বিভিন্ন অলি গলিতে 'নির্মল' 'বন্ধু'দের নিয়ে বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের পাশাপাশি বিষয়টি মাইকে ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পরেই গোটা শহর জুড়ে হইচই শুরু হয়ে গিয়েছে।
কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, গত তিন বছর ধরে সাধারণ মানুষকে সচেতন করতে অভিযান চালানো হচ্ছে। বাড়িতে দুটো করে আবর্জনা রাখার জন্য বালতি দেওয়া হয়েছে। একটিতে কঠিন বর্জ্য, অপরটিতে পচনশীল বর্জ্য রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তা সত্বেও দেখা যাচ্ছে অনেকেই সেই নিয়ম মানছেন না। বাড়ির সামনে রাস্তার ধারে বা নিকাশি নালায় সেটা ফেলে দিচ্ছেন। কোচবিহার শহরকে হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই তাকে নির্মল শহর করতে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই কারনে ২০টি ওয়ার্ডে বাসিন্দাদের সচেতন করতে নির্মল বন্ধুদের ২৪টি মাইক দেওয়া হয়েছে প্রচার করার জন্য। এটা নিয়মিতভাবে করা হবে।
রবীন্দ্রনাথ বলেন, 'এবিষয়ে সচেতন হওয়ার জন্য আমরা কিছুদিন সময় দেব। কিন্তু তারপর যদি দেখি তাঁরা সচেতন হচ্ছেন না তাহলে তাঁদের নুন্যতম ১০ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। রাজার শহর কোচবিহারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই এই উদ্যোগে নেওয়া হয়েছে।'
উল্লেখ্য, কোচবিহার পৌরসভার ২০টি ওয়ার্ড রয়েছে। কোচবিহার শহরে লোকসংখ্যা প্রায় ১ লক্ষ ২০ হাজারের বেশি। এই অবস্থায় পৌরসভার পক্ষ থেকে শহরের সমস্ত অলিগলি ও বাড়ি থেকে নিয়মিত আবর্জনা সংগ্রহ করেন নির্মল বন্ধুরা। অভিযোগ, এর পরেও বাসিন্দারা চুপিসারে রাস্তার পাশে নোংরা আবর্জনা ফেলে দিচ্ছেন। যার জন্য শহর নোংরা হওয়ার পাশাপাশি দৃশ্য দূষণও হচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। সেজন্যই কঠোর সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা। এবিষয়ে ১৪নং ওয়ার্ডের এক বাসিন্দা জানান, কোচবিহার পৌরসভা এতদিন পর একটা ভালো উদ্যোগ নিয়েছে। বিষয়টিকে আমরা স্বাগত জানাচ্ছি। তবে পৌরসভার নির্মল বন্ধু ও সাথীদের কাছে আবেদন নিয়মিত বাড়িতে এসে আবর্জনা নিতে হবে।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী