সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Dooars: শুভেন্দুর সভার আগে ১০০ দিনের কার্ড হাতে শ্রমিকদের বিক্ষোভ

Pallabi Ghosh | ১৬ ডিসেম্বর ২০২৩ ২৩ : ০৫Pallabi Ghosh


অতীশ সেন, ডুয়ার্স: চোর পালটা চোর স্লোগান এবং একশো দিনের কাজের শ্রমিকদের বিক্ষোভের মধ্য দিয়ে শেষ হল শুভেন্দু অধিকারীর চালসার সভা। শনিবার ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসায় শ্রমিক সমাবেশে যোগ দিয়ে স্থানীয় তৃণমূল নেতাদের নাম করে তাঁদের চোর আখ্যা দিলেন শুভেন্দু অধিকারী। তবে শুভেন্দু চালসায় আসার আগে সোনগাছি চা বাগানের কাছে স্থানীয় বাসিন্দারা রাস্তার দুই ধারে ১০০ দিনের কার্ড হাতে দাঁড়িয়ে রইলেন। বকেয়া টাকার দাবিতে শুভেন্দুকে উদ্দেশ্য করে দিলেন স্লোগান। শুভেন্দুর সভা শুরুর আগেই পথে নামলেন তৃণমূল আইটি সেলের কর্মীরা। চালসা গোলাইয়ের কাছে তাঁদের মাইক হাতে সাধারণ মানুষের উদ্দেশে বলতে শোনা যায়, "দেখতে নাদুস-নুদুস একজন চোর আপনাদের এলাকায় আসছেন। আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন।"
জানা গিয়েছে মালবাজারে দলীয় কার্যালয়ে একটি সভা শেষ করে চালসার জনসভায় যোগ দেওয়ার পথে শুভেন্দুকে একশো দিনের শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়তে হয়। মাল কলেজ সংলগ্ন সোনগাছি চা বাগান মোড়ে শতাধিক বাসিন্দা ও চা শ্রমিক জবকার্ড হাতে ১০০ দিনের কাজের বকেয়ার টাকার দাবিতে শুভেন্দুর কনভয়কে লক্ষ্য করে স্লোগান দিতে থাকেন। শুভেন্দুর কনভয় সেখানে না দাঁড়িয়ে দ্রুত গতিতে বেড়িয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান প্রায় দুই বছর ধরে ১০০ দিনের কাজ বন্ধ রয়েছে, পাশাপাশি তাঁরা যে সময় কাজ করেছিলেন, তার মজুরিই বকেয়া রয়ে গেছে। কেন্দ্রের কাছে বকেয়া টাকা না পাঠানোর জন্য শুভেন্দু দরবার করেছে, সেই কারণেই তাঁরা এদিন শুভেন্দুকে কাছে পেয়ে তাঁকে উদ্দেশ্য করে বিক্ষোভ দেখালেন।
শুভেন্দু অধিকারী শনিবার দুপুরে চালসা পৌঁছে চালসার গোলাইয়ে বীর বিরসা মুন্ডা, ভানু ভক্ত আচার্য ও লাল শুক্রা ওরাওঁয়ের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এরপর তিনি আসেন চালসার ডব্লু.বি.টি.জি.ই এর হলের ময়দানের আয়োজিত চা শ্রমিকদের জনসভায় যোগ দেন। জনসভা থেকে স্থানীয় তৃণমূল নেতাদের নাম করে তাঁদের চোর আখ্যা দেন। পাশাপাশি রাজ্যে বিভিন্ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। এরই সাথে বাংলা ভাগের কথা এড়িয়েই উত্তরবঙ্গের আবেগে আবারও সুড়সুড়ি দিলেন শুভেন্দু। শুভেন্দু বলেন - "ভাইপো বলেছিলেন উত্তরবঙ্গ বলে কিছু নেই, একটাই বঙ্গ পশ্চিমবঙ্গ।" তিনি বলেন "উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কিম্বা রাঢ় বঙ্গ বললে রাজ্য ভাগ হয় না। উত্তরবঙ্গকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গ হয় না, উত্তরবঙ্গ ছিল, আছে, থাকবে।’ এরই সাথে চা শ্রমিকদের রাজ্য সরকারের পক্ষ থেকে জমির পাট্টা প্রদানের বিষয়েও কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন - "চা বাগানের জমি কেন্দ্রের জমি, এই জমি রাজ্যের নয়। চা বাগানের জমির মালিক চা শ্রমিকরা, তাঁদের এভাবে পাট্টা দেওয়া যায় না।" এদিনের সভা থেকে আগামী লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের আবারও জয়ী করার আহ্বানও জানান শুভেন্দু। এর পর তিনি আলিপুরদুয়ারের উদ্দেশে রওনা দেন।




নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়া