
রবিবার ০৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দলের ব্যর্থতা দেখে দেখে ক্লান্ত সমর্থকরা। আইএসএল হোক বা এএফসি, প্রাপ্তির ভাড়ার শূন্য। আইএসএলের প্লে অফ থেকে ছিটকে যাওয়ার পর এএফসিতেও হার। অবশেষে সমর্থকদের ধৈর্যের বাঁধ ভাঙে। বুধবার রাতে ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ হয়। কেঁদে ফেলে সাপোর্টাররা। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তাদের পদত্যাগের দাবি জানায় সমর্থকরা। আক্রমণ করা হয় দেবব্রত সরকারকে। তাঁদের শান্ত করার চেষ্টা করেন গায়ক মনোময় ভট্টাচার্য। কিন্তু নিজেদের দাবিতে অনড় থাকে লাল হলুদের ফ্যানরা। বিক্ষোভ নিয়ে দেবব্রত সরকার জানান, একজন সমর্থক হিসেবে তিনি নিজেও হতাশ। তাঁর কান্না পাচ্ছে। দেবব্রত সরকার বলেন, 'সমর্থকদের মধ্যে তো আমিও পড়ি। আমিও সমর্থক। আমারও কান্না পাচ্ছে। কী করা যাবে? দিমি গতবারের সর্বোচ্চ স্কোরার। তাঁকে নেওয়ার জন্য সমর্থকরা পাগল হয়ে গিয়েছিল। আমরা নিয়েছি। সে যদি ক্লিক না করে, পারফর্ম না করে, আমি কী করতে পারি? দল আমরা করি না। কোচ করে। কোচ যা টিম করবে সেটা নিয়েই চলতে হবে। সমর্থকদের কষ্ট হবেই। আমরা সবাই কষ্ট পাচ্ছি। যত তাড়াতাড়ি কষ্টের দিন অতিক্রম করা যায় তার চেষ্টা কোম্পানিও করছে, আমরাও করছি।'
ঘরের মাঠে হারায় অ্যাওয়ে ম্যাচে অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হবে। আশা ছাড়ছে না লাল হলুদ শিবির। শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, 'রবিবার একটা ম্যাচ খেলেছে। কপাল হোক, ক্লান্তি হোক, ঠিক ক্লিক করছে না। সবাই দেখেছে কী গোল মিস করেছে। তবে ওরা খুব স্মার্ট। বুদ্ধিমতি দল। টেকনিক্যালি শক্তিশালী। আমাদের কোচ পজিটিভ। শিলংয়ের ম্যাচে কয়েকজনকে বিশ্রাম দিতে পারলে দ্বিতীয় লেগে ভাল রেজাল্ট আশা করা যায়।'
হাল ছাড়ছেন না অস্কার ব্রুজোও। এদিক মাত্র এক গোলের ব্যবধানে হারায় এখনও একটা আশার আলো দেখছেন। তবে জানিয়ে দিলেন, দ্বিতীয় লেগে শুরুতেই গোল তুলে নিতে হবে। অস্কার বলেন, 'আমাদের আশা এখনও শেষ হয়ে যায়নি। সম্ভাবনা রয়েছে। তবে ওখানে শুরুতেই গোল তুলে নিতে হবে। সেটা না করতে পারলে হবে না।' এদিন যে বিপক্ষের ট্যাকটিক্সের জালে আটকে গিয়েছেন, মেনে নিলেন ইস্টবেঙ্গল কোচ। অস্কার বলেন, 'ওরা খুব ট্যাকটিকালি খেলেছে। আমরা ওদের সঙ্গে পারিনি। ওরা সবাই মিলে রক্ষণ সামলেছে। আমরা সেটা ভাঙতে পারিনি।' এদিন অনেক দেরীতে প্লেয়ার পরিবর্তন করেন ব্রুজো। এই প্রসঙ্গে জানালেন, এদিনের ম্যাচের বেঞ্চ তেমন শক্তিশালী না হওয়ায় বিশেষ বিকল্প তাঁর হাতে ছিল না। হারলেও একাধিক সুযোগ পায় ইস্টবেঙ্গল। কিন্তু তেকাঠিতে রাখতে পারেনি। স্ট্রাইকারদের তাগিদের অভাব ছিল। নাম না করলেও দিমিত্রিয়স ডিয়ামানটাকোসের ওপর যে তিনি অসন্তুষ্ট, সেটা হাবেভাবে বুঝিয়ে দেন ব্রুজো।
ছবি: অভিষেক চক্রবর্তী
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?
নারায়ণ..নারায়ণ, নাইটদের দিল্লি বিজয়, প্লে অফের দৌড়ে টিকে রইল কলকাতা
ব্রাজিলের কোচ হওয়র দৌড়ে অ্যানচেলোত্তি! রিয়াল কোচকে নিয়ে তুঙ্গে জল্পনা
দিল্লির মাঠে কলকাতা করল ২০৪ রান, পারবেন কি অক্ষররা?
ভাগ্যের সাহায্য পেয়েছেন বৈভব! ১৪ বছরের বালককে নিয়েও ঈর্ষা শুভমনের, গিলকে একহাত প্রাক্তন তারকার
স্নেহ রানার পাঁচতারা পারফরম্যান্স, ১৫ রানে প্রোটিয়া ব্রিগেডকে হারাল ভারতের মেয়েরা