
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারতে তুলসির ব্যবহার ঘরে ঘরে। যাঁরা আয়ুর্বেদ মেনে চলেন, তাঁরা তো বটেই, এমনকী যাঁরা মানেন না তাঁদের কাছেও তুলসি পাতার গুণাগুণ অজানা নয়। তবে জানেন কি শুধু শরীর ভাল রাখতেই নয়, নখের যত্নেও তুলসি পাতা খুবই উপকারী। এর অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য নখের বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য করে।
কী কী ভাবে নখের স্বাস্থ্য ভাল রাখে তুলসি পাতা?
* নখের সংক্রমণ প্রতিরোধ: তুলসি পাতার অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য নখের সংক্রমণ প্রতিরোধ করে।
* নখকে শক্তিশালী করে: তুলসি পাতা নখকে শক্তিশালী করে এবং ভঙ্গুরতা কমায়।
* নখের উজ্জ্বলতা বৃদ্ধি: তুলসি পাতা নখের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং হলুদ ভাব দূর করে।
* নখের বৃদ্ধি ত্বরান্বিত করে: তুলসি পাতা নখের বৃদ্ধি ত্বরান্বিত করে।
ব্যবহার বিধি:
* তুলসি পাতার রস সরাসরি নখে লাগান।
* তুলসি পাতা বেটে নখের চারপাশে লাগান।
* তুলসি পাতার তেল নখে মালিশ করুন।
* এছাড়াও তুলসি পাতার পেস্ট বানিয়ে তার মধ্যে সামান্য লেবুর রস মিশিয়েও ব্যবহার করা যেতে পারে।
নিয়মিত তুলসি পাতা ব্যবহার করলে নখ সুস্থ ও সুন্দর থাকে।
অফিসে বেরনোর আগে কোনও মতে নাকে-মুখে গুঁজে খাবার খাচ্ছেন? জানেন অতি দ্রুত খাবার খেলে পাকস্থলীতে মারাত্মক সমস্যা হতে পারে?
রোদ বৃষ্টির দোলাচলে বাড়তি চাপ হৃদযন্ত্রে? অসময়ে হৃদরোগ থেকে বাঁচতে কোন কোন বিষয়ে সতর্ক হবেন?
মাইগ্রেন গায়েব হবে ম্যাজিকের মতো! মাথা যন্ত্রণা কমাতে চাইলে জেনে নিন এই পাঁচটি ঘরোয়া টোটকা