মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

ক্যাম্পাস থেকে | ক্যারাটেতে সোনা জিতেছে অষ্টম শ্রেণির পড়ুয়া, যোগায় তাক লাগিয়েছে তৃতীয় শ্রেণির পড়ুয়া, স্কুলের গর্ব টেকনো ইন্ডিয়া দুর্গাপুরের পড়ুয়ারা

Reporter: Sourav Goswami | লেখক: Sourav Goswami ০৪ মার্চ ২০২৫ ২০ : ২৯Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: প্রত্যেক শিশু একটি সম্ভাবনা নিয়ে জন্মায়—একটি স্বপ্ন যা সঠিক দিকনির্দেশনা পেলে আকাশ ছুঁতে পারে। বড় হওয়ার পথে, প্রথম যে অভ্যাসগুলি তৈরি হয়, তারমধ্যে অন্যতম স্কুলে যাওয়া। স্কুল। কেবল কি সিলেবাস, নম্বর পাওয়ার জায়গা?টেকনো ইন্ডিয়া গ্রুপের স্কুলগুলির দিকে নজর দিলেই দেখা যায়, পড়শোনার পাশাপাশি একজন মানুষকে বড় হওয়ার রাস্তায় যা কিছু শেখার প্রয়োজন, সবকিছু শেখানো হয় যত্ন নিয়ে।
টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল (TIGPS), দুর্গাপুরের শিক্ষার্থীরা সেই উজ্জ্বল সম্ভাবনার বাস্তব উদাহরণ। কঠিন পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনায় তারা নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। এই তরুণ মেধাবী প্রতিভারা ইতিমধ্যেই জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করেছে।


টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল (TIGPS) দুর্গাপুরের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি  বিভিন্ন ক্ষেত্রে অনন্য সাফল্য অর্জন করেছে। অষ্টম শ্রেণির  সাম্প্রিতি গায়েন স্বাধীনতা কাপ এস ও সাউথ বেঙ্গল কারাটে চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে ‘কাতা’বিভাগে (১২-১৩ বছর) সোনা জিতেছে এবং ৫০ কেজি বিভাগে ‘কুমিতে’ বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছে। সপ্তম শ্রেণির সনন্দ সরকার দুর্গাপুর সাব-ডিভিশন স্কুল, ক্রিকেট সিলেকশন ২০২৩-এর অনূর্ধ্ব-১৪ (বালক) দলের জন্য নির্বাচিত হয়েছে। ষষ্ঠ শ্রেণির নিহারিকা উপাধ্যায়  আউম যোগা সেন্টারের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। ২০২৩ সালে বাংলাদেশে আন্তর্জাতিক যোগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কৃত হয়েছে।

দশম শ্রেণির আনিয়া জয়সওয়াল রাম অবতার গ্রুপ উৎকৃষ্ট শিক্ষা পুরস্কারে সম্মানিত, হিন্দিতে ৯০% এর বেশি নম্বর অর্জনের জন্য।

নবম শ্রেণির শ্রেষ্ঠ মুখার্জী ২০২৪ সালে জেলা কাউন্সিল ফর স্কুলস অ্যান্ড গেমসে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে রুপা এবং ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ব্রোঞ্জ পদক পেয়েছে। ষষ্ঠ শ্রেণির মৃগাক্ষী সামন্ত সুবাহ-এ-বারানাস উৎসবে অংশগ্রহণ করেছে এবং আচ্ছি ঘাটে পারফর্ম করে পুরস্কৃত হয়েছে। ষষ্ঠ  শ্রেণির আলেকজান্ডার ভট্টাচার্য ন্যাশনাল লেভেল অ্যাবাকাস প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। উত্তির্ণা মন্ডল যে চতুর্থ শ্রেণিতে পড়ে পশ্চিমবঙ্গ ডান্স অ্যান্ড আর্ট চ্যাম্পিয়নশিপে হিপ হপ বিভাগে প্রথম পুরস্কার অর্জনের কৃতিত্ব দেখিয়েছে। প্রথম শ্রেণির 
নিলয়ন শীল দুর্গাপুর উৎসবে ‘মোস্ট স্পিরিটেড পারফরম্যান্স’ পুরস্কার পেয়েছে।
তৃতীয় শ্রেণির শঙ্খদ্বীপ দত্ত  যোগা প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ ও দুর্গাপুর সাব ডিভিশন যোগা কালচার অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত ক্যাম্পে অংশগ্রহণ করে তাক লাগিয়েছে সবাইকে।

স্কুলের বৈচিত্র্যময় পড়ুয়াদের থেকে উঠে আসা সাফল্যের গল্পগুলি কেবল তাঁদের কঠোর পরিশ্রমের ফল নয়, বরং বিদ্যালয়ের আধুনিক পরিকাঠামো এবং অভিজ্ঞ শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টার ফল। টেকনো ইন্ডিয়া দুর্গাপুরের পরিকাঠামো অত্যন্ত সমৃদ্ধ, যেখানে আধুনিক শ্রেণিকক্ষ, উচ্চ প্রযুক্তির শিক্ষণ সামগ্রী এবং অত্যাধুনিক খেলাধুলার সুবিধা রয়েছে। এসব সজ্জা শিক্ষার্থীদের কেবল বইয়ের জ্ঞান অর্জন নয়, বরং প্রকৃত জীবনের চ্যালেঞ্জগুলির জন্য প্রস্তুত করে তুলছে।

তাছাড়া, TIGPS এর শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং পরিচালন ব্যবস্থার দক্ষতা এই শিক্ষার্থীদের সাফল্যের মূলে রয়েছে। প্রধান শিক্ষকের নেতৃত্বে শিক্ষকদের দলটি শিক্ষার্থীদের শিক্ষার প্রতিটি ক্ষেত্রে সমর্থন ও পরিচালনা করে। বিশেষ করে, প্রতিটি পড়ুয়ার বিশেষ ক্ষমতা এবং দুর্বলতা বোঝার চেষ্টা করে এবং সেই অনুযায়ী তাঁদের প্রতিভা বিকাশের জন্য ভূমিকা নেয়।

 

শিক্ষকরা শুধুমাত্র শিক্ষাবিদ নন, পড়ুয়াদের গাইড এবং পরামর্শদাতা হিসেবেও কাজ করেন। খেলাধুলা থেকে শুরু করে শিল্প, সংগীত এবং একাডেমিক ক্ষেত্রে টিআইজিপিএস শিক্ষার্থীদের জন্য সঠিক ভারসাম্য বজায় রাখে এবং প্রতিটি শিক্ষার্থীকে তাদের আগ্রহের ক্ষেত্রে ভাল ফলাফল অর্জনের সুযোগ দেয়। দুর্গাপুরের এই স্কুল প্রতিনিয়ত উজ্জ্বল মেধা গড়ে তুলছে, যা আগামী দিনের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করছে।


Techno India Group Public SchoolTIGPSTICPS Students

নানান খবর

নানান খবর

সোশ্যাল মিডিয়া