
সোমবার ০৫ মে ২০২৫
নিজস্ব সংবাদদাতা: গানের পাশাপাশি শিলাজিৎ মজুমদারের অভিনয়ও যথেষ্ট প্রশংসিত হয়েছে দর্শক ও সমালোচকমহলে। এবার পর্দায় ফের নয়া চরিত্রে হাজির হতে চলেছেন শিল্পী। এবং সেই খবর প্রকাশ্যে আসার পরপরই নড়েচড়ে বসেছেন ছবিপ্রেমী দর্শক। প্রশ্ন উঠেছে, সেই নতুন চরিত্রে এবার কি শাশ্বত চট্টোপাধ্যায়কে টেক্কা দিতে চলেছেন শিলাজিৎ? কারণ, শাশ্বতর পর আরও একবার বড়পর্দায় প্রবাদপ্রতিম পরিচালক ঋত্বিক ঘটক-এর চরিত্রে হাজির হচ্ছেন ‘অযোগ্য’ ছবির এই নায়ক।
ঋত্বিক ঘটকের চরিত্র কতটা আত্মস্থ করতে পারলেন শিলাজিৎ? শুভঙ্কর ভৌমিকের পরিচালনায় 'অলক্ষ্যে ঋত্বিক' ছবির মাধ্যমে আরও একবার বড়পর্দায় আসতে চলেছেন ‘ঋত্বিক ঘটক’। মূলত, তাঁর কর্মজীবনকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবি। পাশাপাশি থাকবে ‘তিতাস একটি নদীর নাম’ ছবির পরিচালকের ব্যক্তিগত জীবনের নানান টুকরো টাকরা কোলাজ। এই ছবিতেই প্রথমবার জুটি বাঁধছেন শিলাজিৎ মজুমদার এবং পায়েল সরকার। প্রয়াত পরিচালক ঋত্বিক ঘটকের স্ত্রী সুরমা ঘটকের চরিত্রে দেখা যাবে পায়েলকে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে ছবির শুটিং।
বলাই বাহুল্য, এই চরিত্রকে পর্দায় জীবন্ত করে তোলার জন্য নিজের লুক অনেকটাই বদলে ফেলেছিলেন শিলাজিৎ মজুমদার। নিজের সাধের গোঁফ-দাড়িও কামিয়ে ফেলেছিলেন অভিনেতা। প্রথম দিকে এই চরিত্রে অভিনয় করার কথা বিশ্বাস করতে না পারলেও শেষমেশ নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন শিলাজিৎ মজুমদার। উল্লেখ্য, কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত 'মেঘে ঢাকা তারা' ছবিতে ঋত্বিক ঘটকের চরিত্রে কিন্তু যথেষ্ট প্রশংসিত হয়েছিল শাশ্বতর অভিনয়। শিলাজিৎ জানিয়েছেন, তিনি নিজের মতো করে ঋত্বিক ঘটককে চেনার ও বোঝার চেষ্টা করেছেন এবং তারপর সেই ভাবেই ক্যামেরার সামনে অভিনয় করেছেন।
শিলাজিৎ অভিনীত চরিত্র কী তবে এবার ছাপিয়ে যেতে পারে শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয় কে? আপাতত তা জানানর জন্য ছবিমুক্তির জন্য অপেক্ষা করা ছাড়া অন্য উপায় নেই দর্শকের।
'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?
ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?
কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?
‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!
বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?
মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’
ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?
মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?
টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী
‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?
জিয়া খানের মৃত্যু বিতর্ক কাটিয়ে লাইম লাইটে সূরজ পাঞ্চোলি, চার বছর পর অভিনয়ে ফিরে কী বললেন অভিনেতা?
অত্যাচারের পাহাড় ঠেলে জিতল কি 'জয়া'? কতটা মিলল আত্মসম্মানের হিসেবনিকেশ?
‘কিং’-এ পা রাখছেন অমিতাভ? শাহরুখ না অভিষেক- কার সঙ্গে হাত মেলাবেন ‘শাহেনশাহ’?
'আলিয়ার সঙ্গে কাজ করতে চাই...' পর্দায় বোনের নায়ক, না খলনায়ক! কোন চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে?
পহেলগাঁও জঙ্গি হামলার ‘অ্যাকশন’! পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে ‘সর্দারজি ৩’ থেকে ছাঁটলেন দিলজিৎ?