
রবিবার ০৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের লালবাগ শহরের হাজারদুয়ারি প্যালেসের অদূরে শতাব্দী প্রাচীন কালীমন্দির থেকে সোমবার সকালে চুরি গেল দেবী মূর্তি–সহ প্রতিমার গায়ের অলঙ্কার। চুরির অভিযোগে মুর্শিদাবাদ থানার পুলিশ ইতিমধ্যে দু’জনকে গ্রেপ্তার করেছে। মুর্শিদাবাদে লালবাগ শহরের অন্যতম বিখ্যাত কালীমন্দির, চক কালীবাড়ি। প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত অসংখ্য ভক্ত এই মন্দিরে পুজো দিয়ে দেবীর আশীর্বাদ নেওয়ার জন্য আসেন।
সোমবার সকালে যখন স্থানীয় কয়েকজন বাসিন্দা মন্দিরের দরজা খুলে দেবী মূর্তিকে প্রণাম করতে আসেন, তখন দেখতে পান মন্দিরের বেদিতে কালী প্রতিমার মূর্তি নেই। এর পাশাপাশি খোয়া গিয়েছে প্রতিমার পরনে থাকা যাবতীয় অলঙ্কার। এই ঘটনা নজরে আসার পরই মন্দির কমিটির তরফে মুর্শিদাবাদ থানায় খবর দেওয়া হয়।
রাহুল মণ্ডল নামে মন্দির কমিটির এক সদস্য জানান, ‘শতাব্দী প্রাচীন এই মন্দিরটি কবে তৈরি হয়েছিল আমাদের তা জানা নেই। তবে এলাকায় জনশ্রুতি এক সময় বাংলার বহু নামকরা ডাকাত, ডাকাতি করতে যাওয়ার আগে এই মন্দিরে পুজো দিয়ে যেতেন।’ তিনি বলেন, ‘আজ সকালে মন্দির থেকে দেবী মূর্তি এবং অলঙ্কার চুরি যাওয়ার ঘটনার খবর পাওয়ার পরই আমরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখতে পাই ভোর চারটে নাগাদ একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি মন্দিরের মধ্যে প্রবেশ করছে। এরপর তাকে মন্দিরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে।’ মন্দির কমিটির সদস্যরা জানান, এর আগেও ওই মন্দিরে বেশ কয়েকটি পাখা, আলো, কল চুরি গিয়েছে। তবে ছোটখাটো চুরি হওয়ায় সে সময় মন্দির কমিটি বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। তবে আজ দেবীর মূর্তি চুরি যাওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। মন্দির কমিটির তরফ থেকেই ইতিমধ্যেই মন্দির চত্বরে লাগানো বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ মুর্শিদাবাদ থানাকে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
মুর্শিদাবাদ থানার এক আধিকারিক জানিয়েছেন, চুরির ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। খোয়া যাওয়া মূর্তিও দ্রুত উদ্ধার করা সম্ভব হবে।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী