
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শুধু ব্যাট হাতে বিশ্বকে দাপট দেখানোই না, মাঠের মধ্যে বিভিন্ন কীর্তিকলাপের জন্য প্রখ্যাত বিরাট কোহলি। যা ধারাভাষ্যকার থেকে শুরু করে ফ্যানদের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি মনোরঞ্জন করে। সুপারস্টার ক্রিকেটারকে কখনও মাঠে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখা যায় না। সবসময় কিছু না কিছু করতে থাকেন। দর্শকদের তাতানো থেকে শুরু করে, সতীর্থদের নকল। অধিকাংশ ক্ষেত্রেই ফিল্ডিংয়ের সময় বিন্দাস মেজাজে দেখা যায় কোহলিকে। রবিবার দুবাইয়ে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ চলাকালীন, এমনই একটি কাণ্ড ঘটান বিরাট। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
কেন উইলিয়ামসনকে আউট করার পর মজার ছলে অক্ষর প্যাটেলের পা ছুঁয়ে প্রণাম করেন কোহলি। ঘটনাটি ৪১ ওভারের শেষদিকে ঘটে। ভারতের জয়ের মাঝে দাঁড়িয়ে ছিলেন উইলিয়ামসন। ১২০ বলে ৮০ রান করেন কিউয়িদের প্রাক্তন অধিনায়ক। অক্ষরের বলে আগ্রাসী শট মারতে গিয়ে মিস করেন। স্ট্যাম্প করেন কেএল রাহুল। কেন আউট হতেই উল্লসিত হয়ে যায় ভারতীয় ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার জয়ের সামনে একমাত্র বাধা ছিলেন তিনি। অক্ষরের সেলিব্রেশনের সময় কোহলি সটান তাঁর কাছে যান। তারপর হঠাৎ নীচু হয়ে ভারতীয় স্পিনারের পা ছুঁয়ে প্রণাম করতে যান। যা দেখে হকচকিয়ে যান অক্ষর। বিরাটকে রোখেন। হাসতে হাসতে বসে পড়েন দু'জনেই। তারপর দুই তারকার মধ্যে মজার কিছু বাক্যবিনিময় হয়। তারপর আবার যে যার ফিল্ডিং পজিশনে ফিরে যান।
এই উইকেটই ম্যাচের টার্নিং পয়েন্ট। উইলিয়ামসন আউট হওয়ার পর হুড়মুড়িয়ে পড়ে কিউয়িদের ব্যাটিং লাইনআপ। শেষদিকে কিছুটা চেষ্টা করেন মিচেল স্যান্টনার। ৩১ বলে ২৮ রান করেন। নিউজিল্যান্ডের টেলএন্ডারদের ফেরান বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব। এই জয়ের ফলে গ্রুপ এ-র একনম্বর দল হিসেবে সেমিফাইনালে চলে যায় টিম ইন্ডিয়া। মঙ্গলবার রোহিতদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বিরাটের এই হৃদয় ছুঁয়ে যাওয়া দৃশ্য নিয়মরক্ষার ম্যাচে পার্থক্য গড়ে দেয়। আরও একবার মাঠে নিজের মজার ব্যক্তিত্ব তুলে ধরেন কিং কোহলি।
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?