
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলেই শুরু আইপিএল। কোটিপতি লিগের আগে নতুন নিয়ম চালু করল বোর্ড। এবার প্রত্যেক দলের জন্য বেঁধে দেওয়া হবে প্র্যাকটিসের সময়। নতুন নির্দেশিকা অনুযায়ী, মরশুম শুরুর আগে সাতটির বেশি প্র্যাকটিস সেশন পাবে না কোনও দল। মাত্র দুটো ওয়ার্ম আপ ম্যাচ খেলতে পারবে। বিসিসিআই লিখিতভাবে এই নতুন নিয়ম ফ্র্যাঞ্চাইজিদের জানিয়ে দিয়েছে। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, আইপিএলের ভেন্যুতে ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি দিতে হবে। স্থানীয় ম্যাচ, লেজেন্ডস লিগ এবং সেলিব্রিটি টুর্নামেন্টের ম্যাচ খেলতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইপিএল শুরুর সময় ঘরোয়া ক্রিকেটও চলবে। সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২২ মার্চ কলকাতায় শুরু হবে আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি কেকেআর এবং বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স।
বোর্ডের নির্দেশিকায় বলা হয়েছে, 'মরশুমের প্রথম ম্যাচের আগে স্টেডিয়ামের চুক্তি অনুযায়ী, প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি সাতটা প্র্যাকটিস সেশন পাবে। তারমধ্যে নৈশালকের আলোয় তিন ঘণ্টা প্র্যাকটিস করতে পারবে। তারমধ্যে দুটো প্র্যাকটিস ম্যাচ বা ওপেন নেটে হতে পারে। সেটা সম্পূর্ণ দলের ওপর নির্ভর করবে। প্রস্তুতি ম্যাচে মূল পিচের পাশের কোনও উইকেট ব্যবহার করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। কোনও দল ফ্লাডলাইটে প্র্যাকটিস ম্যাচ খেললে, ম্যাচের সময়সীমা সাড়ে তিন ঘণ্টার বেশি রাখা যাবে না। প্র্যাকটিস ম্যাচ খেলার আগাম অনুমতি বিসিসিআইয়ের থেকে নিতে হবে। মরশুমের প্রথম ম্যাচের চারদিন আগে থেকে প্রধান পিচে কোনও প্রস্তুতি ম্যাচ খেলা যাবে না। তবে পাশের উইকেটে প্র্যাকটিস করতে পারবে দলগুলো। তবে সেটা হোম ফ্র্যাঞ্চাইজি বা স্থানীয় ক্রিকেট সংস্থার অনুরোধে।'
আইপিএলের ম্যাচের আগে দুটো দল একই সময় অনুশীলন করতে চাইলে কীভাবে সমাধান সূত্র বেরোবে, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে নির্দেশিকায় জানানো হয়েছে, 'ম্যাচের আগে হোম এবং অ্যাওয়ে দল একই সময় প্র্যাকটিস করতে চাইলে, দুই দলের ম্যানেজারদের বিষয়টার সমাধান করতে হবে। হয় একটা দলের প্র্যাকটিসের সময় পরিবর্তন করতে হবে। নয়তো দুই দলকে একই সঙ্গে অনুশীলন করতে হবে। দুই দলের নিজেদের মধ্যে আলোচনায় সমাধান সূত্র না বেরোলে, বোর্ড হস্তক্ষেপ করবে। দুই দলের দাবি মেনে সন্ধে ছ'টা থেকে রাত দশটা পর্যন্ত দুই ঘণ্টা করে প্র্যাকটিস স্লট ভাগ করে দেওয়া হতে পারে। যাতে দুই দলই এক পরিস্থিতি এবং পরিবেশে প্রস্তুতির সময় পায়।' এতদিন প্র্যাকটিসের বিষয়ে নির্দিষ্ট কোনও নিয়মাবলী ছিল না। ২০২৫ আইপিএলের আগে চালু হল নতুন নিয়মকানুন।
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?