
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গঙ্গাসাগরের বর্জ্য প্লাস্টিকে এ বার তৈরি হবে রাস্তা।এই ধরনের রাস্তার ক্ষেত্রে বিটুমিন এবং প্লাস্টিকের বর্জ্য মিশিয়ে কাজ করা হয়। অর্থাৎ পাকা রাস্তার উপরের স্তরে পিচের সঙ্গে প্লাস্টিক টুকরো মিশিয়ে প্রলেপ দেওয়া হয়। বর্জ্য প্লাস্টিক দিয়ে পরিবেশ বান্ধব রাস্তা এর আগেও তৈরি হয়েছে রাজ্যে। তবে দক্ষিণ ২৪ পরগনায় এই প্রথম বার এমন রাস্তা হতে চলেছে। ক্যানিং-২ ব্লকের পলতা তালতলা এলাকায় ৪.৮৫ কিলোমিটার লম্বা এই রাস্তা নির্মাণের কাজ শুরু হল শনিবার থেকে। এই বর্জ্যের তালিকায় থাকবে গঙ্গাসাগর মেলা শেষে জড়ো করা নানা বর্জ্য প্লাস্টিক সামগ্রীও। ক্যানিং পূর্ব ব্লকের তাম্বুলদহ-২ গ্রামপঞ্চায়েত এলাকায় এই রাস্তা তৈরি হবে।
প্রায় ৮০ লক্ষ টাকা খরচ হবে এই রাস্তা তৈরিতে।এই ধরনের রাস্তার ক্ষেত্রে বিটুমিন এবং প্লাস্টিকের বর্জ্য মিশিয়ে কাজ করা হয়। অর্থাৎ পাকা রাস্তার উপরের স্তরে পিচের সঙ্গে প্লাস্টিক টুকরো মিশিয়ে প্রলেপ দেওয়া হয়। ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশ মেনে সমস্ত পঞ্চায়েতেই শুরু হয়েছে কঠিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা। তারই একটা অংশ হিসাবে বর্জ্য প্লাস্টিক ব্যবহার করে এই রাস্তা তৈরি করা হচ্ছে। বর্জ্য প্লাস্টিক ব্যবহারে তা অনেক টেকসই হয় বলেও দাবি প্রশাসনের। পিচ যে হেতু জল পেলেই নষ্ট হয়ে যায়, সে সেক্ষেত্রে পিচের সঙ্গে প্লাস্টিক মেশানো থাকায় তা নষ্ট হয় না।গঙ্গাসাগর মেলা শেষ প্রচুর প্লাস্টিকের বোতল-সহ অন্যান্য প্লাস্টিকের সামগ্রী জড়ো হয়। দূষণ রুখতে মেলা প্রাঙ্গণ থেকে সেগুলি সংগ্রহ করে সাগর ব্লক প্রশাসন। সেই সংগৃহীত প্লাস্টিক সামগ্রী নানা পদ্ধতির মধ্য দিয়ে এ বার রাস্তা তৈরির কাজে ব্যবহার করছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।এ ব্যাপারে জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, সাগর থেকে যে প্লাস্টিক আসে তা শ্রেডিং করে বিটুমিনের সঙ্গে মেশানো হবে।
প্রায় ২ টন মশলা এসেছে। স্টেট রুরাল ডেভেলপমেন্ট অথরিটির ইঞ্জিনিয়াররা এ নিয়ে রীতিমতো প্রশিক্ষণ নিয়েছেন। কতটা বিটুমিনে কতটা প্লাস্টিকের বর্জ্য মেশানো যাবে, কোন পদ্ধতিতে তা মেশানো হবে, সবটা তাঁরা দেখছেন।এ জেলার প্রথম কাজই শুরু হচ্ছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ব্লক থেকে। খুশি তিনিও। বিধায়ক বলেন,নষ্ট হওয়া প্লাস্টিকের সঙ্গে বিটুমিন মিশিয়ে রাস্তা তৈরি হচ্ছে এবং তা শুরু হচ্ছে আমার ব্লক থেকে। গোটা জেলাতেই এ ভাবে উন্নয়নের কাজ হবে এবার থেকে।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী