
সোমবার ০৫ মে ২০২৫
মিল্টন সেন, হুগলি: রাজ্যের মুখ্যমন্ত্রী ১০ কোটি মানুষের ভাবনা ভাবেন। তাই বিরোধীদের সঙ্গে খারাপ আচরণ একেবারেই নয়। ওদের সমস্ত প্রকল্পের আওতায় আনতে হবে। বিনা পয়সায় রেশন দিতে হবে। সবাই তখন বুঝবেন, অন্য দলের আর প্রয়োজন নেই। ভাল ভাবেই সকলের সমর্থন আদায় করা সম্ভব হবে। শনিবার সকালে চুঁচুড়া রবীন্দ্র ভবনে তৃণমূলের কর্মিসভায় এই মন্তব্য করেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
পরিসংখ্যান দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, উন্নয়ন দল দেখে হয় না। উন্নয়ন যজ্ঞে সকলকে সামিল করতে পারলেই হবে। মন্ত্রী বলেছেন, 'অনেক সময় বিরোধীদের উপর রাগ করে আমরা তাদের সঙ্গে খারাপ আচরণ করি। এটা একেবারেই ঠিক নয়। গত লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপি ২ কোটি ২৮ লক্ষ ভোট পেয়েছিল। অথচ আমরা পারতাম, সেই ২ কোটি ২৮ লাখ মানুষকে বিনা পয়সার রেশন না দিয়ে আপনাদের দিতে। অন্যান্য প্রকল্প থেকে বঞ্চিত করতে। তাহলে হয়তো আপনাদের পুষ্টি হত, স্বাস্থ্য ভাল হত। কিন্তু বিজেপির ওই বিপুল সংখ্যক মানুষ অপুষ্টিতে ভুগত। সেটা রাজ্যের জন্য খুবই খারাপ হত। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী কখনও সেকথা ভাবেন না। তিনি রাজ্যের জন্য ভাবেন। দশ কোটি মানুষের ভাবনা ভাবেন। তাই সকলের বাড়িতে একাধিক প্রকল্পের সুবিধে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন।'
মন্ত্রী আরও বলেছেন, 'গত লোকসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছিল ২ কোটি ৮৮ লক্ষ ভোট। বিজেপির থেকে ৬০ লক্ষ ভোট বেশি ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। তখন যাঁরা বিজেপিকে ভোট দিয়েছিলেন, যাঁরা তৃণমূল কংগ্রেসকে কটুক্তি করেন, বিশেষ করে তাঁদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে কেন এমন হল। সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা তাঁরা পাচ্ছেন কিনা। পরিষেবায় কোনও খামতি থাকলে, তা সঙ্গে সঙ্গে দেখতে হবে। সবসময় পাশে থাকতে হবে। বিশ্বাস অর্জন করতে হবে। তাহলেই তাঁরা বুঝবেন তৃণমূলকে সমর্থন করলেই হবে, অন্য দলের প্রয়োজন নেই। এভাবে প্রতি দশজনের মধ্যে একজন যদি তৃণমূলকে ভোট দেন, তাহলেই রাজ্যে তৃণমূলের আড়াইশো আসন পাওয়া কেউ আটকাতে পারবেন না।'
ছবি পার্থ রাহা।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী