
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দিনেদুপুরে গৃহবধূর গায়ে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল পড়শি যুবকের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের এলপি কলোনি এলাকায়। পুলিশ হামলাকারী যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুজিত দেবনাথ। প্রকাশ্যে গৃহবধূর ওপর অ্যাসিড হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত গৃহবধূ ও ও সুজিত একই বাড়িতে পাশাপাশি দু'টি ঘরে ভাড়া থাকেন। সুজিত দমদমের একটি কারখানায় কাজ করে। দিন কয়েক আগে সে বাড়ি ফিরেছে। এদিন দুপুরে ওই গৃহবধূ উঠোনে বাড়ির কাজ করছিলেন। হাতে অ্যাসিডের বোতল নিয়ে সুজিত আচমকা পিছন দিক থেকে ওই বধূর ওপর হামলা চালায়। তাঁর মুখে ও গায়ে অ্যাসিড ঢেলে দেয়। তীব্র যন্ত্রণায় ওই গৃহবধূ চিৎকার শুরু করেন।
মাকে বাঁচাতে ছুটে আসে ওই বধূর কিশোর ছেলে। অভিযোগ, সুজিত তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন তড়িঘড়ি সেখানে ছুটে যান। তার আগেই অবশ্য সুজিত সেখান থেকে চম্পট দেয়। প্রতিবেশীরা ওই গৃহবধূকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকের জানিয়েছেন, অ্যাসিডে ওই গৃহবধূর মাথা মুখ ও শরীরের বেশ কয়েক জায়গা ঝলসে গিয়েছে।
আক্রান্ত গৃহবধূর স্বামী রহড়া থানায় হামলাকারী সুজিত দেবনাথের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যে ওই যুবককে গ্রেপ্তার করেছে। আক্রান্ত বধূর স্বামী বলেন, 'আমাদের সঙ্গে সুজিতের কোনও বিরোধ ছিল না। কেন আমার স্ত্রীর ওপর সুজিত অ্যাসিড হামলা চালাল বুঝতে পারছি না। আমরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। সুজিতের শাস্তি চাই।'
স্থানীয় কাউন্সিলর চিন্ময় দাস বলেন, 'ঘটনাটা শুনেছি। বাসিন্দারা আমাকে জানিয়েছেন, হামলাকারী যুবক সুজিত দেবনাথ ভালো ছেলে নয়। আমাদের এলাকায় এই ধরনের ঘটনা অতীতে কখনও হয়নি। পুলিশকে ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছি। অপরাধ কোনওভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। দোষীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।'
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী