
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গত ১৪ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ায় এক গাড়ি দুর্ঘটনায় জখম হন ৩৫ বছরের ভারতীয় এমএসসি নীলম শিন্ডে। সেদিন থেকেই কোমাচ্ছন্ন হয়ে রয়েছেন এই ছাত্রী। নীলম মহারাষ্ট্রের সাতারার বাসিন্দা। এই অবস্থাতেও মেয়ের কাছে য়াওয়ার জন্য মার্কিন ভিসা পাচ্ছেন না নীলমের পরিবার। ফলে মেয়ের কাছে পৌঁছতে ভারতের প্রশানের সঙ্গে যোগাযোগ করেন নীলমের বাবা-মা। সাড়া দিয়েছে প্রশাসনও। দিল্লির তরফে মার্কিন প্রসানের কাছে বিষয়টি তুলে ধরা হয়। এরপরই জ কাটে জানা গিয়েছে, ভারতের বিদেশ মন্ত্রকের আর্জিকে স্মমান জানিয়ে কোমাচ্ছন্ন ভারতীয় ছাত্রী নীলমের পরিবারকে ভিসা সাক্ষাৎকারের জন্য অনুমতি দিয়েছে ট্রাম্প প্রশাসন। জরুরি ভিসার জন্য শুক্রবার সকাল ৯টায় একটি সাক্ষাৎকারের আয়োজন করা হয়েছে।
গত চার বছর ধরে আমেরিকায় থাকেন নীলম শিন্ডে। মার্কিন মুলুকে এমএসসি পাঠরতা ৩৫ বছরের এই ছাত্রী। জানা গিয়েছে, গত ১৪ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় নীলমের শরীরের একাধিক হাড় ভেঙেছে। বুকে এবং মাথায়ও আঘাত লেগেছে।
ওই ভয়ঙ্কর দুর্ঘটনার ঘটনার দু'দিন পরে মহারাষ্ট্রের সাতারায় নীলমের বাড়িতে খবর পৌঁছয়। তাঁর এই ছাত্রীর বাবা জানিয়েছেন, ১৬ ফেব্রুয়ারি খবর পাওয়ার পর থেকেই তিনি এবং তাঁর স্ত্রী আমেরিকার ভিসার জন্য চেষ্টা করছেন। কিন্তু ভিসা পাওয়া যাচ্ছে না। কিন্তু তাঁরা অসুস্থ মেয়ের পাশে থাকতে চান। তাঁদের আমেরিকার ভিসার পরবর্তী তারিখ রয়েছে আগামী বছর।
এদিকে হাসপাতাল থেকে নীলমের মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য তাঁর বাবা-মায়ের অনুমতি প্রয়োজন। এই অবস্থায় মেয়ের কাছে পৌঁছতে মরিয়া নীলমের বাবা-মা। ফলে তাঁরা ভারত সরকারে দ্বারস্থ হন। পদক্ষেপ করে প্রশাসনও। কেন্দ্রীয় প্রশানের তরফে পুরো বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। আর তাতেই প্রাথমিক বাধা কাটতে চলেছে। অভিবাসন দপ্তরের কাছে শুক্রবার সাক্ষাৎকার দেবেন নীলমের বাবা-মা।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও