
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মমতার কৃচ্ছ্রসাধনেই বটবৃক্ষ তৃণমূল। দলনেত্রীর সামনে দাঁড়িয়ে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠক ঘিরে সাজো সাজো রব ছিল বুধবার রাত থেকেই। আর বৃহস্পতিবার সকাল থেকেই নেতাজি ইন্ডোর চত্বরে শুধু তৃণমূল নেতাকর্মীদের ভিড়।
তৃণমূলের রাজ্য কমিটির সভাপতি সুব্রত বক্সির উদ্বোধনী ভাষণের পরই বক্তৃতা দিতে ওঠেন অভিষেক। শুরু থেকেই ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা নিয়ে কেন্দ্রকে কড়া আক্রমণ করেন ডায়মন্ড হারবারের সাংসদ। বাংলাকে কলুষিত করার চেষ্টা করেও বিজেপি সহ বিরোধীরা যে সুবিধা করতে পারছে না সেকথা দৃপ্ত গলায় বলেন অভিষেক। এরপরই আগামী বছরের বিধানসভা ভোট নিয়ে অভিষেক দেন বার্তা। বলে দেন, ‘অন্তত ২১৫ আসন চাই। দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় ফিরব। এক ছটাক জমিও ছাড়ব না।’ দলীয় নেতাদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে অভিষেক জানিয়েছেন, ‘কেউ ক্ষমতার অপব্যবহার করবেন না। ক্ষমতা নিয়ে বসে থাকবেন না। মানুষের কাছে যান। কাজ শুরু করুন এখন থেকেই। নেতারা ক্ষমতা দেখাতে গিয়ে আসলে দলকেই ছোট করছেন।’ এরপরই তিনি জানান, ‘বেইমানদের একদম বরদাস্ত নয়।’
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে একহাত গিয়ে অভিষেক বলেন, ‘২৮ পাতার চার্জশিটে শুধু আমার নাম। আদালতে আমার বিরুদ্ধে প্রমাণ দিলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব।’ তবে সিবিআই যে ভয়ও পেয়েছে একথা জানাতে ভোলেননি অভিষেক। বক্তৃতার শেষে ফের বিজেপিকে কটাক্ষ করে জানিয়ে দেন, ‘ওদের ইডি, সিবিআই আছে। আমাদের মতো কর্মী নেই।’
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪