
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভুয়ো সিম কার্ড মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের সাইবার থানা। মঙ্গলবার রাতে শহরের একাধিক জায়াগায় অভিযান চালায় পুলিশ। সেই সময়ই ওই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে প্রায় ৫০০টি সিম কার্ড, সাতটি মোবাইল, চারটি বায়েমেট্রিক অথেনটিকেশন মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বুধবার আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবারের একটি মামলার জেরে মঙ্গলবার রাতে বেলিয়াঘাটা থানা এবং তপসিয়া থানার অন্তর্গত এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। বেলিয়াঘাটা থানার অন্তর্গত রাজা জন্মঞ্জয় রোডের একটি বাড়ি থেকে সজল মণ্ডল (৩৩), অরিজিৎ রায় (৩৩) এবং মহম্মদ রোজা (২২) কে গ্রেপ্তার করা হয়। তপসিয়া থানার অন্তর্গত তিলজলা রোড থেকে রাজেশ মাহাতো (২৮) নামে আরও যুবকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে ৪৯২টি সিম কার্ড, সাতটি মোবাইল ফোন এবং চারটি বায়েমেট্রিক অথেনটিকেশন মেশিন বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে বায়েমেট্রিক অথেনটিকেশন মেশিনটিতে আঙুলের ছাপ দেওয়ার জায়গায় আঠার মতো পদার্থ লাগানো ছিল। সেখান থেকেই নিরীহ ব্যক্তিদের আঙুল ছাপ নকল করে সিম চালু করা হত বলে অনুমান পুলিশের।
পুলিশ আরও জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ৬৬সি, ৬৬ডি, ৪৩ ধারা ৃ এবং ভারতীয় দণ্ডবিধি, ২০২৩-এর ধারা ৬১(২), ৩১৯(২), ৩১৮(৪), ৩৩৬(২), ৩৩৬(৩), ৩৩৮, ৩৪০(২) মামলা রুজু করা হয়েছে। ধৃতদের বুধবার আদালতে তোলা হবে। পুলিশি হেফাজতের আবেদন করা হবে।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪