
সোমবার ০৫ মে ২০২৫
বীরেন ভট্টাচার্য, দিল্লি: বৃহস্পতিবারের পর শুক্রবারও ভণ্ডুল হয়ে গেল সংসদের দুই কক্ষের সভা। লোকসভায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার প্রতিবাদে লোকসভা এবং রাজ্যসভায় পোষ্টার হাতে নিয়ে বিক্ষোভ করতে থাকেন ইন্ডিয়া শিবিরের সাংসদরা। ১১টায় সভা শুরু হওয়ার পরেই প্রথমে ২টো পর্যন্ত এবং তারপর সোমবার পর্যন্ত সভা মুলতুবি করে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর। রাজ্যসভায় চেয়ারম্যানের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন আপ সাংসদ রাঘব চাড্ডা। তাঁকে হাতের ভঙ্গি ছেড়ে শুধুমাত্র নিজের বক্তব্য পেশ করার নির্দেশ দেন চেয়ারম্যান। লোকসভায় নিরাপত্তায় বিঘ্নিত হওয়া নিয়ে বৃহস্পতিবার সভাকক্ষে বিক্ষোভ করায় লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ১৪ জন সাংসদকে সাসপেন্ড করা হয়। আজ সকালে তার প্রতিবাদে হাতে পোষ্টার নিয়ে সংসদ ভবন চত্ত্বরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করে ইন্ডিয়া শিবির।
ইন্ডিয়া জোটের সমস্ত দলই সেই বিক্ষোভে যোগ দেয়। তারমধ্যে নীরব প্রতিবাদ টি শার্টে পরে প্রতিবাদ, বিক্ষোভ করেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন। এদিনের বিক্ষোভে যোগ দিয়েছিলেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। সেখানে বিক্ষোভকারী অন্যান্য সাংসদদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। বিক্ষোভরত সাংসদদের বক্তব্য, আলোচনার দাবি জানানোর কারণে, ইন্ডিয়া জোটভুক্ত সাংসদদের সাসপেন্ড করা হচ্ছে। অন্যদিকে অবাধে সংসদে বিচরণ করে বেড়াচ্ছেন অভিযুক্ত যুবক সাগর শর্মাকে পাস দেওয়া বিজেপি সাংসদ প্রতাপ সিমহা। অবিলম্বে বিজেপি সাংসদের বিরুদ্ধে পদক্ষেপ করা এবং বিরোধী সাংসদদের ওপর থেকে সাসপেনশন প্রত্যাহারের দাবি জানান বিক্ষোভরত সাংসদরা। লোকসভায় অমিত শাহের ইস্তফা দাবি করা হয় ইন্ডিয়া শিবিরের তরফে।
আজ ওয়েলে নেমে পোষ্টার হাতে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন সম্মিলিত ইন্ডিয়া শিবির। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, "জাতীয় নিরাপত্তার মতো একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে বক্তব্য রাখা আমাদের কর্তব্য, দায়িত্ব।" তাঁর বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় রয়েছে, অথচ সভায় বিবৃতি দেওয়ার সময় নেই। মঙ্গলবার লোকসভায় পেশ করা হয় ভারতীয় দণ্ড সংহিতা বিল। সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, বিলটি বৃহস্পতি ও শুক্রবার আলোচনা হবে। তারপর থেকেই নিরাপত্তা বিঘ্নিত হওয়া ইস্যুতে সংসদে তৈরি হয় অচলাবস্থা। ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে সংসদের শীতকালীন অধিবেশন। ফলে হাতে সময় আর মাত্র দিন পাঁচেক। তারমধ্যে কীভাবে দুই কক্ষে বিলটি নিয়ে আলোচনা হবে, তা নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে, এটি মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ অধিবেশন। সেই কারণেই চলতি অধিবেশনেই বকেয়া বিলগুলি পাস করাতে মরিয়া মোদি সরকার।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও
যুদ্ধের আবহ, ১৯৭১ সালে লড়াইয়ের সময়ে কীভাবে রক্ষা করা হয়েছিল তাজমহলকে?
বিয়েবাড়ির হুল্লোড়ের মাঝে নাবালিকার চিৎকার, কাঁপতে কাঁপতে ভয়ঙ্কর অত্যাচারের বর্ণনা পরিবারকে, ছুটে এল পুলিশ
সিন্ধু জলচুক্তি বাতিল, কটি বাঁধকে নিয়ন্ত্রণ করবে ভারত
সন্ত্রাসবাদকে শায়েস্তা করতে খোলা হাত, সেনাকে জানিয়ে দিলেন মোদি!
মেনুতে পনির নেই কেন? রাগে বিয়েবাড়িতে বাস ঢুকিয়ে মণ্ডপ ভাঙলেন যুবক, ভয়াবহ পরিণতি ৮ জনের