
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে অকাল বিদায়ে জ্বলছে পাকিস্তান। এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে বাবর, রিজওয়ানরা। পাকিস্তান ক্রিকেটের আরও একটি খারাপ অধ্যায়। সবচেয়ে খারাপও বলা চলে। পাকিস্তানকে নিয়ে কোনওদিন ভবিষ্যদ্বাণী করা যায় না। তাঁদের ব্র্যান্ড অফ ক্রিকেট এমনই। দুর্দান্ত জয়ের পরের ম্যাচে বিশ্রী হার। একাধিকবার এমন হয়েছে। কিন্তু গত কয়েক বছরে সেই 'সারপ্রাইজ ফ্যাক্টর' উধাও। ২০১৭ সালে শেষবার বড় কোনও ট্রফি জেতে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতীয় দলকে ১৮০ রানে হারায়। তারপর থেকে ভারতের কাছে সব একদিনের ম্যাচেই হেরেছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটব্যাকের পর শুধুই সমালোচনা চলছে। আগের দিন ওয়াসিম আক্রম জানিয়েছিলেন, পাকিস্তানের ক্রিকেটারদের শেখার এবং উন্নতি করার ইচ্ছা নেই। ২৪ ঘণ্টা কাটার আগেই বাবর, রিজওয়ানদের খাওয়া-দাওয়া নিয়ে কটাক্ষ করলেন প্রাক্তন তারকা। ওয়াসিম আক্রম বলেন, 'আমার মনে হয় ওটা প্রথম বা দ্বিতীয় জল পানের বিরতি ছিল। পাকিস্তানের প্লেয়ারদের জন্য দুই প্লেট ভর্তি কলা ছিল। এত কলা তো বাদররাও খায় না। এটা ওদের খাবার। তখন যদি আমাদের অধিনায়ক ইমরান খান থাকত, এই নিয়ে আমাকে বকাবকি করত।' ম্যাচ পরবর্তী আলোচনার এমন বলেন আক্রম।
মান্ধাতা আমলের ক্রিকেট খেলার জন্য পাকিস্তান দলের তুলোধোনা করেন প্রাক্তন তারকা। বর্তমানে খেলার গতি দ্বিগুণ বেড়ে গিয়েছে। কিন্তু পাকিস্তান পড়ে রয়েছে সেই অতীতে। এই প্রসঙ্গে ওয়াসিম আক্রম বলেন, 'বড় পরিবর্তন দরকার। সাদা বলের ক্রিকেটে আমরা দীর্ঘদিন ধরে মান্ধাতা আমলের ক্রিকেট খেলছি। এটা বদলাতে হবে। তরুণ, ভয়ডরহীন ক্রিকেটারদের দলে দরকার। দলে পাঁচ-ছটা পরিবর্তন করার হলে হোক। পরের ছয় মাস হয়তো সব ম্যাচ হারবে। তাতে কোনও ক্ষতি নেই। তবে এখন থেকেই ২০২৬ টি-২০ বিশ্বকাপের দল গঠন করা উচিত।' আন্তর্জাতিক মঞ্চে বোলারদের নিয়মিত ব্যর্থতার সমালোচনা করেন আক্রম। তিনি বলেন, 'অনেক হয়েছে। তোমরাই ওদের তারকা বানিয়েছ। শেষ পাঁচটা একদিনের ম্যাচে পাকিস্তানের বোলাররা ২৪টা উইকেট পেয়েছে। গড় ৬০। যার অর্থ প্রতি ৬০ রানে ১ উইকেট। ওমান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের থেকেও আমাদের গড় খারাপ। যে ১৪ দল একদিনের ক্রিকেট খেলে, তাঁদের মধ্যে পাকিস্তানের বোলিং গড় তলার দিক থেকে দ্বিতীয় স্থানে।' পাকিস্তান ক্রিকেটের খোল-নলচে বদলে ফেলার ডাক দিলেন আক্রম।
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?