বুধবার ৩০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

East Bengal wins at ease against Punjab

খেলা | হেলায় পাঞ্জাবকে হারাল ইস্টবেঙ্গল, বৃথা আশা মরিতে মরিতেও মরে না

KM | ২২ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৩০Krishanu Mazumder


ইস্টবেঙ্গল-৩ পাঞ্জাব-১
(দিমি,মহেশ,নুঙ্গা) (ভিদাল)

আজকাল ওয়েবডেস্ক: সুপার সিক্সে ইস্টবেঙ্গলের যাওয়ার আশা ক্ষীণ থেকেও ক্ষীণতর। যদিও অঙ্কের হিসেবে সুযোগ একটা বেঁচে রয়েছে। শনিবার পাঞ্জাব এফসি-কে মাটি ধরিয়ে ইস্টবেঙ্গল উঠে এল ১০ নম্বরে। সেই সঙ্গে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল অস্কার ব্রুজোঁর ছেলেরা।

২১ ম্যাচে লাল-হলুদের সংগ্রহে ২৪ পয়েন্ট। চেন্নাই ও কেরলের পয়েন্টও ২৪। মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ডার্বি জেতার পর, এদিনও জিতল ইস্টবেঙ্গল। অর্থাৎ টানা দু'টি ম্যাচে জয় পেল অস্কার ব্রুজোঁর দল। এবারের আইএসএলে তিনটি অ্যাওয়ে ম্যাচ জেতা হয়ে গেল ইস্টবেঙ্গলের। একেবারে শূন্য থেকে শুরু করে সাতটি ম্যাচে জয় লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবের। আইএসএলে চলতি মরশুমেই সর্বাধিক জয় পেয়ে গেল ইস্টবেঙ্গল। এদিনের জয়ের পর বলাই যায়, বৃথা আশা মরিতে মরিতেও মরে না। 

যুবভারতীতে এই পাঞ্জাবের বিরুদ্ধেই দু'গোলে পিছিয়ে থেকেও ইস্টবেঙ্গল জিতেছিল ৪-২ গোলে। এদিন ফিরতি সাক্ষাতে লাল-হলুদ ব্রিগেড ৩-১ গোলে জিতল।  

চোট আঘাত সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল। গোলের মধ্যে নেই দিয়ামান্তাকোস। এদিন হাজারো সমস্যার মধ্যেও ইস্টবেঙ্গল হয়তো এখনও পর্যন্ত মরশুমের অন্যতম সেরা ম্যাচ খেললো। 

গত মরশুমে এই পাঞ্জাবের কাছে হেরেই টপ সিক্সে যাওয়ার পথ থেকে ছিটকে গিয়েছিল কার্লেস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল। 

এদিন জেতার পরেও কিন্তু একবুক জোরালো নিঃশ্বাস নিয়েও কেউ বলছেন না সুপার সিক্সে যাবে লাল-হলুদ। আইএসএলের শেষের ম্যাচগুলো হতে পারে ইস্টবেঙ্গলের এএফসি চ্যালেঞ্জ লিগের ড্রেস রিহার্সাল। 

এদিন দিয়ামান্তাকোস পাঞ্জাবের ডিফেন্ডার ও গোলকিপার রবি কুমারের ভুলে দিয়ামান্তাকোস গোল করে এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে। এদিন অবশ্য দিয়ামান্তাকোস একাধিক গোল করতে পারতেন। মেসি বাউলির সেন্টার থেকে দিমি গোল করার মরিয়া চেষ্টা করেছিলেন। তাঁর প্রচেষ্টা পোস্টে প্রতিহত হয়ে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে মহেশ দ্বিতীয় গোলটি করেন। মহমেডানের বিরুদ্ধেও গোল পেয়েছিলেন মহেশ। বলেছিলেন, ''এখন মাঝমাঠে খেলতে হয়। গোল থেকে দূরে চলে গিয়েছি। উইংয়ে ফেরায় গোল করি।'' এদিনও মহেশ গোল করলেন। তাঁর গোলের সাত মিনিট পরই লুঙ্গার জোরালো শটে পাঞ্জাবের জাল কেঁপে যায়। পাঞ্জাবের ভিদাল ৬২ মিনিটে ব্যবধান কমান। 
তার পরে দু'দল চেষ্টা করলেও গোল আর হয়নি। ইস্টবেঙ্গল এগারো থেকে দশে উঠে এল। 


EastBengalvsPunjabISL

নানান খবর

নানান খবর

নারায়ণ..নারায়ণ, নাইটদের দিল্লি বিজয়, প্লে অফের দৌড়ে টিকে রইল কলকাতা

ব্রাজিলের কোচ হওয়র দৌড়ে অ্যানচেলোত্তি! রিয়াল কোচকে নিয়ে তুঙ্গে জল্পনা

দিল্লির মাঠে কলকাতা করল ২০৪ রান, পারবেন কি অক্ষররা?

ভাগ্যের সাহায্য পেয়েছেন বৈভব! ১৪ বছরের বালককে নিয়েও ঈর্ষা শুভমনের, গিলকে একহাত প্রাক্তন তারকার

স্নেহ রানার পাঁচতারা পারফরম্যান্স, ১৫ রানে প্রোটিয়া ব্রিগেডকে হারাল ভারতের মেয়েরা

প্রবল বিদ্যুৎ বিভ্রাট স্পেনে, বার্সা-ইন্টার মিলান ম্যাচ হবে তো?

শাহরুখের বন্য উদযাপন দেখে সেদিন ভয় পেয়েছিলেন আক্রম, ১৩ বছর পরে শেয়ার করলেন আক্রম

পদ্ম সম্মান তুলে দেওয়া হল শ্রীজেশ-অশ্বিনদের হাতে, তারাদের মেলা রাষ্ট্রপতি ভবনে

'জাতীয় দল থেকে নিষিদ্ধ করা উচিত রুডিগারকে', কোপা দেল রে ফাইনালে রেফারিকে আইসপ্যাক ছোড়ার জের

কারা যাবে প্লে অফে?‌ শতাংশের বিচারে কারা এগিয়ে জানুন

টানা তিনবার রিয়াল বধের পর ফুটছে বার্সেলোনা, এখন লক্ষ্য শুধুই ট্রেবল, সাফ বার্তা হ্যান্সি ফ্লিকের

কোপা দেল রে ফাইনালে রেফারিকে ছুঁড়ে মারেন আইসপ্যাক, প্রকাশ্যে ক্ষমা চাইলেন আন্তোনিও রুডিগার

রেফারিকে বরফ ছুড়ে মেরেছেন! ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন রিয়াল তারকা

কলকাতা থেকে এবার রয়্যালসে! আইপিএলের মাঝেই নতুন অভিযানে অভিষেক নায়ার?

অলিম্পিক ক্রিকেটে সোনা পেতে মরিয়া চিন, ফাঁস করলেন স্টিভ ওয়া

সোশ্যাল মিডিয়া