
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ছয় পুণ্যার্থীর। আহত হয়েছেন আরও দু'জন। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদের জেলা সদর থেকে প্রায় ২০ কিমি দূরে রাজগঞ্জ থানার অধীনে কলকাতা-দিল্লি ১৯ নম্বর জাতীয় সড়কে। নিহতরা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। নিহতদের মধ্যে চালক-সহ দু'জন পুরুষ, দু'জন নারী, দু'জন নাবালকও রয়েছে। আহতদের চিকিৎসার জন্য শহীদ নির্মল মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে (এসএনএমএমসিএইচ) নিয়ে যাওয়া হয়েছে।
রাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক আলিশা কুমারি জানান, শুক্রবার রাত সওয়া ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা সকলেই পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুকুর গ্রামের বাসিন্দা। তিনি জানিয়েছেন, বাংলা থেকে আটজন পুণ্যার্থী একটি এসইউভিতে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় যাচ্ছিলেন। রাতে তাঁদের গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। চারজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। বাকি চারজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় আরও দু'জনের। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গাড়িটি দ্রুত গতিতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ আরও জানিয়েছে, ট্রাকটির সঙ্গে যে গাড়িটির সংঘর্ষ হয়েছে, সেটির পিছনে আরও একটি গাড়ি ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটিও এসইউভি-র পিছনে ধাক্কা মারে। যদিও ওই গাড়ির যাত্রীদের তেমন কোনও আঘাত লাগেনি।
এক সপ্তাহে ধানবাদে এটি দ্বিতীয় দুর্ঘটনা। গত ১৮ ফেব্রুয়ারি, পূর্ব মেদিনীপুর জেলার ১৮ জনেরও বেশি ভক্ত ধানবাদের নিরসা থানার অন্তর্গত এনএইচ ১৯-এ একটি দুর্ঘটনায় আহত হয়েছিলেন। কুম্ভমেলায় পবিত্র স্নান সেরে ফিরছিলেন তাঁরা।।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও