
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ‘অল্প সময়ের মধ্যেই উচ্চশিক্ষার জগতে জায়গা করে নিয়েছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। ২০১৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর সাত বছরের পর ১০ হাজার ছাত্রছাত্রী, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পড়ুয়াদের সংখ্যা বেড়েছে। যা গোটা দেশে উচ্চশিক্ষার উন্নতির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে’। এসএনইউয়ের সপ্তম প্রতিষ্ঠা দিবসে এসে এই কথাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
তাঁর কথায়, ‘শিক্ষা বর্তমানে মানুষের মৌলিক অধিকার হিসেবে সারা বিশ্বে স্বীকৃত। আমাদের দেশেও শিশুশিক্ষা বর্তমানে বাধ্যতামূলক হয়ে উঠেছে। কিন্তু উচ্চ শিক্ষায় আরও একটু নজর দেওয়া দরকার। পড়ুয়ারা যদি ঠিক মতো উচ্চশিক্ষা না পায় তবে সমাজ ধীরে ধীরে বিশৃঙ্খল হয়ে উঠবে। এই উচ্চশিক্ষা দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে বিশ্ববিদ্যালয়গুলির’। ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়ে এবার সপ্তম বছরে পা দিল এসএনইউ।
শনিবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের পাশাপাশি পড়ুয়াদের সমাবর্তন অনুষ্ঠানও ছিল। উপস্থিত ছিলেন এসএনইউয়ের আচার্য সত্যম রায়চৌধুরী, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, টেকনো ইন্ডিয়ার গ্রুপ সিইও শঙ্কু বোস, দেবদূত রায়চৌধুরী, রেজিস্ট্রার সুমন চ্যাটার্জি, এসএনইউয়ের উপাচার্য ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, স্বামী বেদার্থনন্দ, রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
এসএনইউকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে গত কয়েক বছরে একাধিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মৌ স্বাক্ষর হয়েছে। সেই প্রসঙ্গে আচার্য সত্যম রায়চৌধুরী জানালেন, ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হওয়ার ক্ষেত্রে আরও একটা ধাপ এগিয়ে গেল। কিছুদিন আগে আমেরিকায় একসঙ্গে সাতটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মৌ স্বাক্ষর হয়েছে এসএনইউয়ের। বিভিন্ন ক্ষেত্রে আমরা চেষ্টা করছি অন্য একটা সংস্কৃতিকে তুলে ধরতে। যেটা অন্য অনেক বিশ্ববিদ্যালয়ের থেকে আলাদা। চালচলন, কথাবার্তা, ব্যবহার এবং সর্বোপরি পড়াশোনার ক্ষেত্রেও আমরা পড়ুয়াদের অন্য রকম ভাবে তৈরি করতে চাই। সিস্টার নিবেদিতা এবং স্বামী বিবেকানন্দের দর্শনে আমরা ছাত্রছাত্রীদের তৈরি করতে চাই’।
একই কথা শোনা গেল কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের মুখেও। স্বামী বেদার্থনন্দ জানালেন, ‘শুধু ডিগ্রি নয়, সত্যিকারের শিক্ষা নিয়ে মানুষ হওয়াটাই প্রধান লক্ষ্য। বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্য যাতে শুধু পড়াশোনা না হয়। যাতে করে এখান থেকে মানুষের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা গড়ে ওঠে’। এদিন, প্রতিষ্ঠা দিবসের পাশাপাশি সমাবর্তন অনুষ্ঠানেও অভিনব উদ্যোগ নিয়েছে এসএনইউ। এই বছর থেকে ছাত্রাছত্রীদের সার্টিফিকেট দেওয়া শুরু হল ডিজিলকার পোর্টালের মধ্যে দিয়ে।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪
কলকাতার মেছুয়া বাজারে হোটেলে আগুন, মৃত ১, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
খাস কলকাতায় উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার ১