
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অবশেষে বন্ধ হল অলকেন্দ্রনাথ ঠাকুর নির্মিত অবনীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যবাহী বাড়ি 'আবাস' ভাঙার কাজ। শান্তিনিকেতনের অবনপল্লিতে অবস্থিত এই বাড়িটি রবীন্দ্র-উত্তর যুগের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। কিন্তু সম্প্রতি আবাসন নির্মাণের উদ্দেশ্যে বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কিছুদিন ধরে বাড়ির কিছু অংশ ভাঙার কাজ চলছিল। এই খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই বিষয়টি নজরে আসে প্রশাসনের। বোলপুর পৌরসভার কর্তারা তৎপর হয়ে সরেজমিনে তদন্ত করেন এবং অবশেষে বাড়ি ভাঙার কাজ বন্ধ করে দেওয়া হয়। স্থানীয়দের একাংশের দাবি, 'আবাস' শুধুমাত্র একটি বাড়ি নয়। এটি শান্তিনিকেতনের সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরম্পরার অন্যতম প্রতীক।
বিশেষজ্ঞ মহল মনে করছে, ঐতিহ্যবাহী ভবন সংরক্ষণের জন্য যথাযথ নীতি প্রয়োগ করা প্রয়োজন। শান্তিনিকেতন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর এমন বাড়িগুলোর গুরুত্ব আরও বেড়েছে। 'আবাস' বাড়ির ধ্বংসপ্রক্রিয়া বন্ধ হওয়ায় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তবে ভবিষ্যতে যাতে এমন ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের যথাযথ উদ্যোগ নেওয়া হয়, সে দাবিও উঠেছে।
বোলপুর পৌরসভার এক কর্তা জানান, বিষয়টি পুনর্মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। স্থানীয় ও সাংস্কৃতিক মহলের তরফে দাবি উঠেছে, 'আবাস' যেন পর্যটন ও গবেষণার কেন্দ্র হিসেবে সংরক্ষিত হয় যাতে ভবিষ্যৎ প্রজন্ম ঠাকুরবাড়ির এই ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারে।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও