মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | জমিতেই শুকিয়ে নষ্ট হচ্ছে টমেটো, চিন্তায় চাষীরা

Sumit | ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ০২ : ৩৬Sumit Chakraborty


মিল্টন সেন, হুগলি :   হুগলি জেলায় টমেটো চাষ হয় ১৪ হাজার ১১ হেক্টর জমিতে।টমেটো উৎপাদন হয় প্রায় পঁচিশ হাজার মেট্রিকটন। বলাগড় পান্ডুয়া পোলবা-দাদপুর,চন্ডীতলা সহ জেলার বিভিন্ন ব্লকে এখন ফলন্ত টমেটো গাছে ভর্তি। হুগলির টমেটো বাংলার বাইরের রাজ্যেও যায়।তবে এখন সেই টমেটো যাচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা।


চাষীদের মতে, এক বিঘা টমেটো চাষ করতে পঁচিশ হাজার টাকা খরচ।অথচ টমেটো বিক্রি করে দশ হাজার টাকাও উঠছে না।বর্তমান যা অবস্থা জমিতে ফলন্ত গাছ শুকিয়ে যাচ্ছে।  টমেটো তুলে বাজারে নিয়ে যাওয়ার খরচ উঠছে না টমেটো বেচে। টমেটোর মত হাইব্রিড শশা দু টাকা কিলো,সীম মটরশুঁটি,লাউ সব সব্জির পাইকারি দাম এতটাই কম চাষীর চাষের খরচ উঠছে না। 

 

এবারে শীতকালীন সব্জি চাষের জন্য ভালো আবহাওয়া ছিল।ঝড়বৃষ্টিতে ক্ষতি হয়নি।যার ফলে উৎপাদন বেশি হয়েছে। জেলা উদ্যান পালন দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শুভদীপ নাথ বলেন,যারা সব্জি চাষ করে সারা বছর তাদের অসময়ের চাষে উৎসাহী করা হচ্ছে।এছাড়া পলি হাউস তৈরী করে চাষ করা।এই পলি হাউসে সাবসিডি দেওয়া হচ্ছে ৫০ শতাংশ।দু'রকম পদ্ধতিতে আমরা কৃষকদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি।খোলা মাঠে চাষ এবং আচ্ছাদনের মধ্যে চাষ।যাতে অসময়ের চেষ্টা করে কৃষক ফসলের উপযুক্ত মূল্য পায়।

 

তিনি বলেন, পাশাপাশি যারা সফলভাবে চাষগুলো করছে সেখানে নিয়ে গিয়ে কৃষকদের হাতে কলমে বিষয়টা দেখানো।সামনে ২০ থেকে ২২ ফেব্রুয়ারী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হর্টি ফুড ফেস্টিবল হবে।সেখানে আমরা হুগলি জেলা থেকে আড়াইশো চাষীকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি।সেখানে প্রযুক্তি আলোচনা হবে অসময়ের চাষ সম্বন্ধে।সেটা যাতে কৃষকরা জানতে পারেন তার জন্য এই চেষ্টা।

 

তিনি আরও বলেন, আলুর ক্ষেত্রে অনেক সময় তাই দেখা যাচ্ছে প্রয়োজনের তুলনায় বেশি চাষ করা হয়ে যাচ্ছে।যার ফলে কৃষক অনেক সময় দাম পাচ্ছে না।আমরা বলছি আলু চাষের জমির পরিমাণ কিছুটা কমিয়ে মজুদ করা যাবে এরকম কিছু ফসল কাজ করতে।যেমন হাইব্রিড গাজর খুব লাভজনক চাষ।যেটা আলু সঙ্গে সঙ্গে উঠবে এবং পুজোর সময় বিক্রি করা যাবে।এটা আলুর থেকে তিনগুণ বেশি দামে বিক্রি হবে।

তিনি বলেন,  আগাম টমেটো চারা দিয়েছিলাম তা অনেকেই নিতে পারেননি।আমরা হিট টলারেন টমেটো চারা বিলি করছি এই টমেটো টা উঠবে এপ্রিল মাসে যখন এমনি টমেটো শেষ হয়ে যাবে বাজারে টমেটোর দাম বেড়ে যাবে।আমরা কৃষকদের বলছি যেকোনো ফসল চাষের ক্ষেত্রে আগাম চাষের চেষ্টা করুন আর না হয়তো সিজনের শেষের দিকে চাষ করুন।


 হুগলি জেলার কৃষি খামারে সবজি উৎকর্ষণ কেন্দ্র রয়েছে রাজ্যের মধ্যে একমাত্র।সেখানে কৃষকরা গাছের চারা যেমন সংগ্রহ করতে পারেন পাশাপাশি তাদেরকে হাতে-কলমে প্রশিক্ষণও দেওয়া হয়।


hoogly tomatoproblem

নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

সোশ্যাল মিডিয়া