মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | ‘কোনও নীতি মানা হয়নি’, মণ্ডল সভাপতি পছন্দ না হতেই প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, আগুন জ্বলল মুর্শিদাবাদের শিউলিতে

Riya Patra | ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ২৩Riya Patra


আজকাল ওয়েবডেস্ক:  মণ্ডল সভাপতি মনোনয়ন ঘিরে প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। দলের আভ্যন্তরীণ কলহের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত শিউলি গ্রামে। সোমবার সন্ধে নাগাদ সেখানকার বিজেপি কর্মী সমর্থকরা পোড়ালেন বিজেপিরই জেলা সম্পাদকের কুশপুত্তলিকা। 

দলের নীতি এবং ব্লক নেতৃত্বের মতের বিরুদ্ধে ৪৮ নম্বর মণ্ডল সভাপতির নাম ঘোষণা হওয়াকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থক এবং ওই অঞ্চলের বিজেপির বেশ কিছু নেতা। তাঁদের অভিযোগ, ব্লক নেতৃত্বের কোনওরকম মতামত না নিয়েই জেলা সম্পাদক মলয় মণ্ডল এবং বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাঁখারভ সরকার ৪৮ নম্বর মণ্ডল সভাপতির নাম ঘোষণা করেছেন। 

এক পক্ষের অভিযোগ, যাঁকে মণ্ডল সভাপতি বানানোর কথা ঘোষণা করা হয়েছে তিনি বিজেপির প্রাথমিক সদস্য। খুব অল্প দিন হয়েছে তিনি বিজেপিতে এসেছেন। কোনওরকম মিটিং মিছিলেও তাঁকে বিশেষভাবে দেখা যায় না। তাছাড়া দলের নীতি অনুসারে ৩ বছর পর্যন্ত দলে না থাকলে সে কখনই সভাপতি নির্বাচিত হতে পারেন না। কিন্তু কোনও  ধরনের নীতি না মেনেই নিজেদের পছন্দমত লোককে মণ্ডল সভাপতি করে এলাকায় বিজেপি আধিপত্য নষ্ট করতে চাইছে জেলা সম্পাদক এবং জেলা সভাপতি । 

বড়ঞার  বিজেপি কর্মী সমর্থকদের বক্তব্য, যাঁকে জেলা নেতৃত্ব ৪৮ মণ্ডলের সভাপতি করেছেন তাঁকে কর্মীরা চাইছেন না। তাই কোনও  সুদক্ষ কর্মীকে যেন সভাপতি করা হয়। সেক্ষেত্রে বিমান ঘোষকে মন্ডল সভাপতি করার জন্য আবেদন জানিয়েছেন তারা । 

এই প্রসঙ্গে বহরমপুর সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি শাঁখারভ সরকার বলেন, 'বিজেপি দলের মধ্যে কোনও অন্তর্দন্দ্ব নেই। যাঁরা এই ধরনের কাজ করছেন, তাঁরা আসলে তৃণমূলের মদতপুষ্ট বহিরাগত । দলের ক্ষতি করাই তাঁদের লক্ষ্য । কারণ বিজেপির কর্মী সমর্থক হয়ে কখনওই বিজেপির কোনও নেতার কুশপুতুল দাহ করা সম্ভব নয়। এগুলো আমাদের দলের নীতি বহির্ভূত কাজ।' 

তাঁর বক্তব্য, 'আমরা ঘরে বসে কখনওই মণ্ডল সভাপতি নির্বাচন করিনি। ব্লক স্তর থেকেই আমাদের কাছে পাঁচটি নাম এসেছিল। তার মধ্যে থেকে আমরা নাম নির্বাচন করে রাজ্য স্তরের নেতৃত্বের কাছে পাঠিয়েছি। সেখান থেকেই মণ্ডল সভাপতির নাম নির্বাচিত হয়ে এসেছে। তাই যাঁরা সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করেছেন তাঁরা বিজেপির কেউ নয়।'


BJPinnerclashmurshidabadbjp

নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

সোশ্যাল মিডিয়া