
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক : পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিরাট গ্রহাণু। সেদিক থেকে দেখতে হলে এর আগেও বেশ কয়েকটি গ্রহাণু পৃথিবীর কাছে এসেছে। তবে তারা পৃথিবীর কাছে আসার বহু আগে থেকেই নষ্ট হয়ে গিয়েছে। তবে এবার নাসার বিজ্ঞানীরা জানালেন অন্য কথা।
নাসা জানিয়েছে এবার যে গ্রহাণুটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে সেটি নিজের আকার ক্রমেই বৃদ্ধি করেছে। ফলে যখন এটি পৃথিবীর বেশ অনেকটা কাছে চলে আসবে তখন এটির আকার বেশ বড় হতে পারে। এখনও পর্যন্ত পৃথিবীকে ধাক্কা দেওয়ার সম্ভাবনা রয়েছে ১ শতাংশ। তবে এই শতাংশের হারটি ২ থেকে ৩ শতাংশ হয়ে যেতে পারে। যদি সেটাই হয় তাহলে একে আটকানো বেশ কঠিন হয়ে যাবে।
নাসার পক্ষ থেকে বলা হয়েছে বর্তমানে এটির আকার ২০০ মিটার রয়েছে। তবে যদি এটি আরও বড় হিসাবে সামনে আসে তাহলে এর শক্তি আরও বাড়বে। যদি পৃথিবীর সঙ্গে এর ধাক্কা লাগে তাহলে এটি পৃথিবীর অনেকটাই ক্ষতি করবে। নাসা আরও জানিয়েছে যদি পৃথিবীর সঙ্গে এটি ধাক্কা মারে তাহলে এটি ৫০০ টি অ্যাটম বোমার মতো শক্তিশালী হবে। ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মতো দেশগুলি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
নাসা মনে করছে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ সাগর, আরব সাগরের কাছে এই গ্রহাণুটি আছড়ে পড়তে পারে। যদি সেটাই হয়ে থাকে তাহলে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সুদান, নাইজেরিয়া, ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডরের মতো দেশে মারাত্বক ক্ষতি হবে। ২০২৪ সালের ডিসেম্বর মাসে এই গ্রহাণুকে দেখা গিয়েছে। এটি কবে পৃথিবীতে এসে আঘাত করবে সেটা এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে গতি যথেষ্ট প্রবল। ফলে পৃথিবীর কাছে আসতে এর বেশি সময় লাগবে না বলেই মনে করা হচ্ছে।
তবে এই ধরণের গ্রহাণু এর আগেও এসেছে। তারা মাঝপথে নিজের দিক পরিবর্তন করেছে। আবার অনেকে পৃথিবী থেকে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলে গিয়েছে। এবার কী হবে সেটাই দেখার।
দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু
পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে
সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী
‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ
‘ম্যারেজ গাউন’ পরেই ভ্যাপসা গরমে দৌড়লেন ম্যারাথনে, যুবতীর কাহিনি জল আনবে চোখে
‘সম্ভাবনা বাড়ছে’, ভারত-পাক যুদ্ধ? বড় আশঙ্কা পাক প্রতিরক্ষামন্ত্রীর গলায়
আক্রমণ করতে পারে ভারত, ভয়ে পাক অধিকৃত কাশ্মীরে বিমান চলাচল বাতিল করল পিআইএ!
ভারতের ‘পাল্টা আঘাতের’ আশঙ্কায় কাঁপল পাকিস্তান! কয়েক ঘন্টায় ধস ৩,০০০ পয়েন্ট, ভেঙে পড়ল স্টক মার্কেট
পাঁচ মাস পর জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, জেল মুক্তি নিয়ে রইল ধোঁয়াশা