
মঙ্গলবার ০৬ মে ২০২৫
নিজস্ব সংবাদদাতা: ২২ বছরের দাম্পত্য জীবনে নাকি ইতি টানতে চলেছেন সম্রাট মুখোপাধ্যায় এবং ময়না মুখোপাধ্যায়। আগেই এই খবরকে সম্পূর্ণ মিথ্যে বলে উড়িয়ে দিয়েছিলেন দু'জনেই। এতদিন বাদে সামাজিক মাধ্যমে সম্রাট মুখোপাধ্যায় কে নিয়ে কী লিখলেন ময়না মুখোপাধ্যায়?
দিনকয়েক আগে টলিপাড়ার অন্দরে ফিসফাস ছিল, ভালবাসার মরশুমে নাকি ঘর ভাঙছে টলি-অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী ময়নার। জুটির বিচ্ছেদের গুঞ্জনে মুখর বিনোদন জগৎ।
ভালবাসার সপ্তাহে হঠাৎ করেই সম্রাট ও ময়নার বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে। তাঁদের সম্পর্কের মধ্যে নাকি বেড়েছে দূরত্ব, শোনা গিয়েছিল এমনটাই। তবে এই খবর যে সত্যি নয়, তা আগেই যৌথভাবে খোলসা করেছিলেন সম্রাট-ময়না। সরস্বতী পুজোর একটি ঘটনাকে কেন্দ্র করে এমন একটি খবর ছড়িয়ে পড়ে টলি পাড়ায়। শুনে প্রায় আকাশ থেকে পড়েন তারকা দম্পতি। ঘটনার সূত্রপাত সরস্বতী পুজোর দিন। প্রতি বছর অভিনয়ের শিক্ষাকেন্দ্রে সরস্বতী পুজোর আয়োজন করেন সম্রাট ও ময়না। নিজের হাতে পুজোর সব ব্যবস্থাপনা করতে দেখা যায় ময়নাকে। তবে এই বছর ময়না উপস্থিত ছিলেন না। সম্রাট জানান, ময়না নাকি অসুস্থ। এদিকে সরস্বতী পুজোর সন্ধেবেলা সমাজমাধ্যমে একটি পোস্ট করেন ময়না। তিনি লেখেন, "তোমরা অনেকেই হঠাৎ জিজ্ঞাসা করছ আমি কেমন আছি। ঠিক বুঝলাম না কেন জিজ্ঞাসা করছ। আমি ভাল আছি, ছিলাম আর থাকব।" দু'জনের কথার অসঙ্গতিতে দাম্পত্যে চিড় ধরার গুঞ্জন রটে। এবার সামাজিক মাধ্যমে স্বামী সম্রাট মুখোপাধ্যায়কে নিয়ে মনের কথা ভাগ করে নিলেন ময়না।
সম্রাট মুখোপাধ্যায়কে ট্যাগ করে ময়না লেখেন, "আমার স্বামীকে ধন্যবাদ, আমায় এবং আমাদের দুই সন্তানকে সেরা জীবন উপহার দিতে প্রতিদিন এতটা পরিশ্রম করার জন্য।" দুই যমজ সন্তানকে নিয়ে সুখের সংসার সম্রাট-ময়নার। যদিও এখন ধারাবাহিকের শুটিং নিয়ে অত্যন্ত ব্যস্ত থাকেন সম্রাট, তবে সুযোগ পেলেই পরিবারকে সময় দেন তিনি। এইমুহুর্তে সান বাংলার 'আকাশ কুসুম' ধারাবাহিকে মুখ্যচরিত্রে অভিনয় করছেন সম্রাট মুখোপাধ্যায়। স্বাভাবিকভাবেই শুটিংয়ের ব্যস্ততা এখন তুঙ্গে। আগের মত সময় না পেলেও, যখনই সুযোগ হয় স্ত্রী ময়না এবং দুই সন্তানকে সময় দেওয়ার চেষ্টা করেন তিনি। সম্রাটের এতটা পরিশ্রম করার কারণ অবশ্যই তাঁর পরিবার। সেই কারণে ভালবাসার সপ্তাহে স্বামীর উদ্দেশ্যে মনের কথা লিখলেন ময়না এবং বুঝিয়ে দিলেন ব্যস্ততা বাড়লেও তাঁদের মধ্যে দূরত্ব একেবারেই বাড়েনি।
'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?
ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?
কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?
‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!
বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?
মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’
ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?
মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?
টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী
‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?