মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

What is penile ossification and what causes this Rare disease condition lif

স্বাস্থ্য | পুরুষাঙ্গ হাড়ের মতো কঠিন হয়ে যায় এই বিরল রোগে! কোন কোন লক্ষণ দেখে সতর্ক হবেন?

নিজস্ব সংবাদদাতা | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৪৯Akash Debnath


আজকাল ওয়েবডেস্ক: বছর তেষট্টির এক ব্যক্তি পা পিছলে পড়ে গিয়েছিলেন। কোমর ও নিতম্বের দিকে চোট লাগায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। করানো হয় এক্স-রে। সেই এক্স-রে রিপোর্ট দেখেই চোখ কপালে চিকিৎসকদের। দেখা যায় সমস্যা কোমরে নয়, সমস্যা রয়েছে ওই বৃদ্ধের গোপনাঙ্গে! চিকিৎসকরা দেখেন হাড়ের মতো কঠিন হয়ে গিয়েছে পুরুষাঙ্গ। এমনই এক বিরল রোগের কথা জানা গেল বিজ্ঞান পত্রিকা 'ইউরোলজি কেস রিপোর্ট'-এ।

বিজ্ঞানের ভাষায় রোগটির নাম ‘পেনাইল অসিফিকেশন’। বিজ্ঞানপত্রিকায় জানানো হয়েছে, রোগটি এতোই বিরল যে এখনও পর্যন্ত গোটা বিশ্বে মাত্র ৪০ জনের দেহে এই সমস্যা দেখা গিয়েছে। কিন্তু হঠাৎ করে কেন পুরুষাঙ্গ হাড়ের মতো কঠিন হয়ে যায়? গবেষণা বলছে, পুরুষদের যৌনাঙ্গ বিশেষ ধরনের পেশি এবং টিস্যু দিয়ে তৈরি। এতে কোনও হাড় থাকে না। কিন্তু এই বিরল রোগে সেই পেশির ভিতরেই ক্যালসিয়াম সঞ্চিত হতে থাকে। এই ক্যালসিয়ামের বিভিন্ন লবণ ক্রমে কঠিন হয়ে হাড়ের রূপ নেয়। একে ‘এক্সট্রা স্কেলিটাল বোন’ বলা হয়। 

অধিকাংশ ক্ষেত্রে পেয়রনি’জ ডিজিজ নামক একটি রোগে আক্রান্ত রোগীদের এই সমস্যা দেখা দেয়। এ ছাড়া গুরুতর আঘাত, সিফিলিস, গনোরিয়া, বাত এবং বিপাকতন্ত্রের সমস্যাতেও এই রোগ দেখা দিতে পারে বলে মত বিশেষজ্ঞদের। কিডনির সমস্যার একেবারে শেষের দিকেও এই সমস্যা দেখা দিতে পারে।




নানান খবর

সোশ্যাল মিডিয়া