
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চিকিৎসক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কোচবিহারে। ঘটনাটি ঘটেছে কোচবিহার এনজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হস্টেলে। মৃত ওই চিকিৎসক পড়ুয়ার নাম কৃষাণ কুমার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, বুধবার রাত ১২টার পর ওই চিকিৎসক পড়ুয়ার ঝুলন্ত দেহ দেখতে পায় হস্টেলের বাকি পড়ুয়ারা। খবর দেওয়া হয় মেডিক্যাল কলেজের প্রিন্সিপালকে। তিনিই খবর দেন কোচবিহার কোতয়ালি থানায়। এদিকে চিকিৎসক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল হস্টেল চত্বরে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই চিকিৎসক পড়ুয়ার নাম কৃষাণ কুমার (২৬)। বাড়ি বিহারে। বুধবার গভীর রাতে ৩০৪ নম্বর ঘরে তার সহপাঠীরা ওই চিকিৎসক পড়ুয়ার ঝুলন্ত দেহ দেখতে পায়। পুলিশকে খবর দেওয়ার পাশাপাশি খবর দেওয়া হয়েছে মৃত পড়ুয়ার পরিবারকে। পরিবারের লোকজন কোচবিহারে আসলে ময়নাতদন্তের পর পড়ুয়ার দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। পড়ুয়ার রহস্যমৃত্যু প্রসঙ্গে কোচবিহার মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল নির্মল কুমার মন্ডল জানান, ‘রাত ১২ টায় খবর আসে যে কৃষাণ কুমার নামে এক চিকিৎসক পড়ুয়া হস্টেলের ঘরে আত্মহত্যা করেছে। খবর পেয়েই পুলিশকে খবর দিই। পুলিশ এসে দেহ ময়নাতদন্তে পাঠায়। কী কারণে বা কী জন্য সে আত্মহত্যা করল তা স্পষ্ট নয়। তদন্ত চলছে।’ তিনি আরও জানিয়েছেন, ‘আর চার মাস পরেই সে শংসাপত্র পেত। ৪ বছর ডাক্তারি পড়ার পর এভাবে আত্মহত্যা করবে তা ভাবা যায় না।’
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও