
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বাসে ভাড়া দিতে গিয়ে খেয়াল করলেন পকেটে নেই মোবাইল। অনেক খোঁজাখুঁজি করেও ফোন না মেলায় যেন দিশাহারা অবস্থা! কিন্তু ততক্ষণে যে ফোন নিয়ে পগার পার চোর। ট্রেনে উঠতে কিংবা নামতে গিয়েও ফোন চুরি যাওয়ার ঘটনা আকছার হয়। ফোন চুরি হলে বা হারিয়ে গেলে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন অনেকেই।
আসলে বর্তমানে স্মার্ট ফোন শুধুই কথা বলার জন্য ব্যবহৃত হয় না, বিভিন্ন জরুরি কাজের গুরুত্বপূর্ণ অংশও বটে। একদিকে ফোনেই ই-ব্যাঙ্কিং থেকে অনলাইনে লেনদেন করা হয়। খোলা থাকে বিভিন্ন শপিং সাইট বা অ্যাপও। এছাড়াও মেল বা হোয়াটসঅ্যাপে অনেক জরুরি তথ্য, মেসেজ, গোপন বার্তাও থাকতে পারে। তাই যাবতীয় তথ্য সহ ফোন কারওর হাতে চলে গেলে বড় ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে সবচেয়ে আগে ফোনের সমস্ত ব্যক্তিগত তথ্য সুরক্ষিত করা জরুরি। দ্রুত কী কী করবেন, দেখে নেওয়া যাক-
১. ফোনের সব তথ্য মোছার আগে ফোন খোঁজার চেষ্টা করতে পারেন। যার জন্য গুগলে গিয়ে ‘ফাইন্ড মাই ডিভাইস’ ওয়েবসাইট খুলতে হবে। লগ ইনের পর ফোনটি ঠিক কোথায় রয়েছে, সেই লোকেশন জানার কাজ শুরু করবে সংশ্লিষ্ট ওয়েবসাইট। ফোনের লোকেশন খুঁজে পেলে গুগল ম্যাপে সেই অবস্থান জানা যাবে।
২. যদি ফোন কোথায় রয়েছে তা জানতে না পারেন তাহলে বেশি দেরি না করে তথ্য সুরক্ষিত রাখার ব্যবস্থা করতে হবে। যার জন্য প্রথমে নিজের সিম ব্লক করতে হবে। ফোন চুরি হলে বা হারিয়ে গেলে পুলিশে এফআইআর করা জরুরি। সেই এফআইআরের কপি, মোবাইল কেনার বিল, যে অভিযোগ দায়ের করেছেন সেই ‘কমপ্লেন নম্বর’ জমা দিতে হবে। তারপর ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রক দ্বারা পরিচালিত সিইআইআর ওয়েবসাইটে গিয়ে ফোনের সিম ব্লক করতে পারবেন।
৩. এরপর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর গুগলে ‘ফাইন্ড মাই ডিভাইস’ ওয়েবসাইট খুলতে হবে। লগইন করার পরে ‘ইরেজ ডিভাইস’ অপশনে যেতে হবে। সেখানে ক্লিক করে ‘কনফার্ম’ অপশনে ক্লিক করুন। এবার আপনার গুগল অ্যাকাউন্ট 'ভেরিফাই' করতে হবে। এরপরই কয়েক মিনিটের মধ্যে ফোনের সব তথ্য মুছে যাবে। তবে মনে রাখবেন, এরপর ফোনটি খুঁজে পেলে কিন্তু আর মুছে যাওয়া তথ্যগুলি পুনরুদ্ধার করতে পারবেন না।
স্নানের জলে আয়রন? মাথায় দিলে নষ্ট হচ্ছে চুল? নিয়মিত এই কটি নিয়ম মানলেই হারাবে না চুলের জেল্লা
জটিল রোগ বাসা বেঁধেছে শরীরে? জিভের রংই বলে দেবে স্বাস্থ্যের হাল-হকিকত
সঙ্গীর শুধুই সঙ্গমে আগ্রহ? আপনার সম্পর্কের রসায়নে বিপদ সংকেত নয় তো! ৫ লক্ষণই বলে দেবে সহজে
কেদারনাথ যাত্রা শুরু আগামিকাল, পর্যটকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে চালু হচ্ছে নতুন টোকেন ব্যবস্থা
৪০ পেরিয়েও ২১-এর শক্তি! যৌবন ধরে রাখতে ট্যাবলেট নয়, প্রয়োগ করুন এই পঞ্চবান
এক রাতে গায়েব দাগছোপ, হিরের মতো চমকাবে ত্বক! এই ঘরোয়া ক্রিমের ম্যাজিকেই তাক লাগাবে জেল্লা
লিভারের জন্য জরুরি ম্যাগনেশিয়াম, কোন কোন খাবার মিলিয়ে খেলে ঠেকাতে পারবেন ফ্যাটি লিভারের ঝুঁকি
চাল ভেজানো জলেই ম্যাজিক! এক সপ্তাহ এইভাবে ব্যবহার করুন তো, ফল দেখলে চমকে যাবেন
ফোনের আসক্তিতে সন্তানের আচরণে বদল এসেছে? ৫ লক্ষণ দেখলেই সতর্ক হন
শুধু রান্না-গরম নয়, হেঁশেলের হরেক কাজ নিমেষে করতে পারে মাইক্রোওয়েভ অভেন! জানেন সেইসব জাদু টোটকা?