
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভের পরবর্তী শাহী স্নানের দিন মাঘী পূর্ণিমার আগে নতুন বিধিনিষেধ জারি করল প্রয়াগরাজ প্রশাসন। ১৪৪ বছর পর বিশেষ তিথিতে প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। দেড় মাসের এই মেলায় বিশেষ কয়েকটি স্নানের দিন রয়েছে যার মধ্যে একটি মাঘী পূর্ণিমা। এই বিশেষ দিনে কোটি কোটি ভক্ত শাহী স্নান করতে আসতে পারেন মহাকুম্ভে। এমনটা আগে থেকে আশা করেই প্রয়াগরাজ প্রশাসনের তরফে শহরে যান চলাচলের ওপর কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে।
উল্লেখ্য, জানুয়ারি মাসের ২৯ তারিখে দ্বিতীয় শাহী স্নানের সময় পদপিষ্ট হয়ে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছিলেন। সেই দুর্ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে কারণে নেওয়া হয়েছে আগাম সতর্কতা। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার ভোর ৪টে থেকে কুম্ভমেলা চত্বর সম্পূর্ণ যানবাহনমুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। যা বিকেল ৫টা থেকে গোটা শহরে কার্যকর হবে। বিভিন্ন রাস্তা ধরে আসা ভক্তদের জন্য আলাদা আলাদা পার্কিং জোন নির্ধারিত হয়েছে যেখানে গাড়ি রাখতে হবে তাঁদের। জানা গিয়েছে, শাহী স্নানের পর ভক্তরা যতক্ষণ না মেলা চত্বর ছাড়বেন অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
তবে জরুরি পরিষেবা ও প্রয়োজনীয় যানবাহন চালানো যাবে বলে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যাঁরা নির্দিষ্ট সময়ের জন্য প্রয়াগরাজে রয়েছেন তাঁদের যানবাহনের ওপরও এই বিধিনিষেধ প্রযোজ্য। সোমবার রাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশ ও পৌর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং মাঘী পূর্ণিমার স্নানের প্রস্তুতি খতিয়ে দেখেন। জানান, রাস্তার ওপর যাতে কোনোভাবেই দীর্ঘ যানজট তৈরি না হয়। ট্রাফিক সমস্যা সবার আগে আটকাতে হবে।
মনে করা হচ্ছে, মাঘী পূর্ণিমার আগে ট্রাফিক বিধিনিষেধ জারি করার মূল কারণ জানুয়ারির ২৯ তারিখে মৌনি অমাবস্যার দিন দ্বিতীয় শাহী স্নানের সময় মর্মান্তিক পদপিষ্টের ঘটনা। সরকারি তথ্য অনুযায়ী, ওই দুর্ঘটনায় অন্তত প্রাণ হারিয়েছেন ৩০ জন। প্রায় ৬০ জনের আহত হওয়ার খবর মিলেছে। প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনসমাগম হিসেবে পরিচিত মহাকুম্ভ শুরু হয়েছে ১৩ জানুয়ারি। চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও