
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ওড়িশার কটকে ভারতের বনাম ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ চলাকালীন ফ্লাডলাইট বিভ্রাটের ঘটনায় বারাবাটি স্টেডিয়াম কর্তৃপক্ষকে শোকজ নোটিশ দিল ওড়িশা সরকার। রবিবার দুই দলের মধ্যে ম্যাচ চলাকালীন ফ্লাডলাইটের এই অপ্রত্যাশিত ত্রুটির কারণে খেলা প্রায় ৩০ মিনিট বন্ধ থাকে। যে কারণে বিরক্তি প্রকাশ করেন খেলোয়াড় সহ দর্শকরাও। সরকারের তরফে ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে এবং ১০ দিনের মধ্যে ঘটনার কারণ, দায়ী ব্যক্তি বা সংস্থাগুলোর নাম এবং ভবিষ্যতে এই ধরনের সমস্যা এড়াতে নেওয়া পদক্ষেপগুলোর বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের সপ্তম ওভারে, যখন রোহিত শর্মা ও শুভমান গিল ইংল্যান্ডের ৩০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিলেন। পাওয়ার প্লে চলাকালীন রোহিত সেই সময় দুর্দান্ত ছন্দে। রীতিমত পেটাচ্ছিলেন ইংল্যান্ডের বোলারদের। ইতিমধ্যেই একটি চার ও তিনটি ছক্কা হাঁকিয়ে মাতিয়ে তুলেছিলেন দর্শকদের। কিন্তু সেই মুহূর্তেই স্টেডিয়ামের একটি লাইট টাওয়ারের ত্রুটির কারণে মাঠের একাংশ অন্ধকারে ঢেকে যায়। ফলে ম্যাচ সেই সময় স্থগিত করা হয়। মাঠ ছাড়তে ছাড়তে অসন্তোষ প্রকাশ করেন রোহিত শর্মাও।
ওড়িশা সরকারের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘৯ ফেব্রুয়ারি কটকের বরাবাটি স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে চলাকালীন একটি ফ্লাডলাইট বন্ধ হয়ে যাওয়ায় খেলা ৩০ মিনিটের জন্য স্থগিত রাখতে হয়। এই ঘটনার ফলে খেলোয়াড় ও দর্শকদের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা ঘটনার কারণ ব্যাখ্যা করবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা আটকাতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা বিস্তারিত জানাবে। চিঠি পাওয়ার ১০ দিনের মধ্যে এই প্রতিবেদন জমা দিতে হবে’।
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?