
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শুল্কের বোঝা ক্রমশ গ্রাস করবে কানাডা এবং মেক্সিকোকে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার পর সেই সম্ভাবনা ক্রমশ প্রবল হচ্ছে। অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্যের উপর নতুন করে ২৫% হারে কর চাপালেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, সোমবার এই সংক্রান্ত ঘোষণা করবেন। আমেরিকায় ইস্পাত এবং অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি আমদানি করা হয় কানাডা এবং মেক্সিকো থেকেই।
রবিবার এনএফএল সুপার বোল-এ যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ''আমেরিকায় সমস্ত ইস্পাত এবং অ্যালুমিনিয়াম পণ্যের আমদানিতে ২৫ শতাংশ শুল্ক নেওয়া হবে। সোমবার হোয়াইট হাউস থেকে এই ঘোষণা করা হবে।'' তিনি আরও বলেন, ''যে সকল দেশ আমেরিকার থেকে চড়া হারে শুল্ক নেবে, তাদের উপরে আমেরিকাও শুল্ক চাপাবে। বাণিজ্যনীতিতে এ ভাবে আনতে হবে।''
দ্বিতীয় বার প্রেসিডেন্ট পদে বসার পর একের পর এক দেশের পণ্যের উপর শুল্ক বসিয়েছেন। অন্যতম দুই বাণিজ্য-সঙ্গী কানাডা এবং মেক্সিকোর উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। পড়শি দেশগুলির পাল্টা হুঁশিয়ারিতে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন। সরকারি তথ্য অনুযায়ী, কানাডা, ব্রাজিল এবং মেক্সিকো হল আমেরিকায় ইস্পাত আমদানির বৃহত্তম উৎস। তার পরেই রয়েছে দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনাম। এদিকে, কানাডা বিশাল মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যালুমিনিয়াম ধাতুর বৃহত্তম সরবরাহকারী। ২০২৪ সালের মোট আমদানির ৭৯ শতাংশ কানাডা থেকেই এসেছে। মেক্সিকো অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ এবং অ্যালুমিনিয়াম খাদের প্রধান সরবরাহকারী। প্রথমবার প্রেসিডেন্ট আসনে বসে ট্রাম্প ইস্পাতের উপর ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়ামের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। কিন্তু পরে তিনি কানাডা, মেক্সিকো এবং ব্রাজিল-সহ বেশ কয়েকটি বাণিজ্যিক অংশীদারকে সেই শুল্ক থেকে ছাড় দেওয়া হয়েছিল। প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ব্রিটেন, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশকে সেই ছাড় দিয়েছিলেন।
দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু
পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে
সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী
‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ
‘ম্যারেজ গাউন’ পরেই ভ্যাপসা গরমে দৌড়লেন ম্যারাথনে, যুবতীর কাহিনি জল আনবে চোখে
‘সম্ভাবনা বাড়ছে’, ভারত-পাক যুদ্ধ? বড় আশঙ্কা পাক প্রতিরক্ষামন্ত্রীর গলায়
আক্রমণ করতে পারে ভারত, ভয়ে পাক অধিকৃত কাশ্মীরে বিমান চলাচল বাতিল করল পিআইএ!
ভারতের ‘পাল্টা আঘাতের’ আশঙ্কায় কাঁপল পাকিস্তান! কয়েক ঘন্টায় ধস ৩,০০০ পয়েন্ট, ভেঙে পড়ল স্টক মার্কেট
পাঁচ মাস পর জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, জেল মুক্তি নিয়ে রইল ধোঁয়াশা