সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | ভাতা বাড়ছে লক্ষীর ভান্ডারের, কত টাকা? জানিয়ে দিলেন মন্ত্রী উদয়ন গুহ

RD | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ০২ : ২৩Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল 'লক্ষীর ভান্ডার'। যা চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা করতে লক্ষ্মীর ভান্ডারের ভাতা ১০০০ থেকে ১৫০০ আর ১২০০ থেকে ২০০০ টাকা বৃদ্ধি করা হচ্ছে বলে ঘোষণা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ।

উদয়ন গুহ কোচবিহার উত্তর বিধানসভার বাঁকালির মঠ পঞ্চায়েত সমিতির মাঠে বিধানসভা ভিত্তিক কর্মী সভায় যান। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে তিনি বলেন,‘মন্ত্রী হিসেবে নয়। কোনও নেতা হিসেবে নয়।  একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমি মমতা ব্যানার্জিকে চিনি এবং জানি। সেই কারনে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি মমতা ব্যানার্জি চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন। ৫০০ টাকা থেকে যেই লক্ষীর ভান্ডার ১০০০টাকা হয়েছে এবং ১০০০ থেকে বেড়ে যেটা ১২০০ টাকা হয়েছে, সেটা আরও বাড়তে বেশি দিন লাগবে না। ওই ১০০০টাকা ১৫০০ টাকা হবে এবং ১২০০টাকা বেড়ে ২০০০ টাকা হবে। আপনাদের জন্য হবে। মায়েদের আঁচলে যেন টাকাটা যায়।’ 

উল্লেখ্য, কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পরপর তিনবার বিধানসভা ভোটে পরাজিত হয়েছে বিজেপির কাছে। ২০২৪-এর লোকসভা নির্বাচনেও কয়েক হাজার ভোটে পরাজিত হয়েছে তৃণমূল। তারপর থেকে ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মাটি কামড়ে বিভিন্নভাবে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ কর্মসূচী করে চলেছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্য অনুযায়ী বিধানসভা ভিত্তিক কর্মী সভার অনুষ্ঠিত হয় জেলার বিভিন্ন বিধানসভায়। 

এদিন কোচবিহার উত্তর বিধানসভায় কর্মীসভায় আসেন মন্ত্রী উদয়ন গুহ। তিনি সেখানে মহিলাদের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গেই লক্ষ্মীর ভান্ডার চালু করেন। যেটা প্রথমে ৫০০টাকা করে দেওয়া হত। লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন লক্ষ্মীর ভাণ্ডার ৫০০ টাকা থেকে ১০০০ আর ১০০০টাকা থেকে ১২০০ টাকা করা হবে। ১৯ এপ্রিল লোকসভা নির্বাচন হয়েছে। তার আগে ৫ এপ্রিল মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকল। কিন্তু ভোটের দিন লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে টোটোয় গিয়ে অনেকে জোড়া ফুলে ভোট না দিয়ে পদ্ম ফুলে ভোট দিয়ে আসলেন। 

কিন্তু লক্ষ্মীর ভান্ডার-এর টাকা যিনি দিলেন তাঁকে ভোট না দিয়ে এমন জায়গায় ভোট দিলেন যে সেই ভোটটাও নষ্ট হয়ে গেল। তাই যদি ভালো কিছু চান, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের নাতি নাতনির জন্য, তাহলে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করুন। কোচবিহার উত্তর বিধানসভায় ২০২৬ সালে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করান। তাতে মহিলাদের আর্থিক সহায়তা হবে।' মুখ্যমন্ত্রী সেটাই চান বলে জানান তিনি।


UdayanGuhaLakshmirBhandarWestBengal

নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়া