
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ৩৬তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় দরিয়া বিভাগে প্রথম স্থান অর্জন করল দিনহাটার সোনালী বর্মন। সোনালির বাড়ি দিনহাটা-১ ব্লকের গোসানিমারীর ভিতরকামতা গ্রামে। প্রতিকূলতার মধ্যেও সঙ্গীতের প্রতি অদম্য ভালোবাসা এবং অধ্যাবসায়ের জেরেই সোনালী এই সাফল্য ছিনিয়ে এনেছে।
জানা গিয়েছে, সোনালীর বাবা-মা অসমে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। সোনালী গোসানিমারীর ভিতরকামতা গ্রামে মামার বাড়িতে থেকে বড় হয়েছে। বর্তমানে দশম শ্রেণির ছাত্রী। ছোটবেলা থেকেই দাদু ভবেন বর্মনের কাছেই ভাওয়াইয়ার প্রাথমিক শিক্ষা নেয়। পাশাপাশি তার ভাই শুভজিৎ বর্মন ঢোল বাজায়। সোনালীর এই সফলতার পিছনে ধুপগুড়ির অতীশ চন্দ্র রায়ের বিশেষ অবদান আছে বলে জানা যায়। এই ৩৬তম ভাওয়াইয়া প্রতিযোগিতায় সোনালীর জয় শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং তার গ্রামের জন্য এক গর্বের মুহূর্ত।
অন্যদিকে, সোনালীর শিক্ষকরাও তার সাফল্যে আনন্দিত। তার পরিবার ও গ্রামের মানুষজন তাকে অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতে আরও বড় মঞ্চে নিজের প্রতিভা তুলে ধরার ইচ্ছে প্রকাশ করেছেন সোনালী। এবিষয়ে সোনালী বর্মন জানায়, 'ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল ভাওয়াইয়া গানে একদিন সাফল্য লাভ করব। তারপর এবারের রাজ্যের ৩৬তম ভাওয়াইয়া প্রতিযোগিতা অংশগ্রহণ করি। সেখানে আমি দরিয়া বিভাগে প্রথম স্থান অর্জন করি। আমার এই জায়গায় পৌঁছতে বহু পরিশ্রম করতে হয়েছে। এই পরিশ্রমের পিছনে আমার দাদু ভবেন বর্মন, ভাই শুভজিৎ বর্মন, লোকমান মিঁয়া, সুমিত্রা রায় ও প্রদ্যুৎ রায় এবং ধুপগুড়ির অতীশ চন্দ্র রায়ের বিশেষ অবদান রয়েছে। আমি আগামী দিনে যাতে বড় বড় জায়গায় গান গাইতে পারি, সেই চেষ্টায় করছি'।
এদিন এবিষয়ে রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, 'এই ভাওয়াইয়া প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ১২৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। সেখানে চটকা ও দরিয়া দুটি বিভাগে প্রতিযোগিতা হয়। তাদের মধ্যে দরিয়া বিভাগে প্রথম স্থান অর্জন করলেন দিনহাটার সোনালী বর্মন। এবারের ৩৬ তম রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছে এবং নতুন প্রতিভারা উঠে এসেছে।”
উল্লেখ্য, গত চারদিন ধরে চলা এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইক। ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ,পার্থপ্রতিম রায়, সৌরভ চক্রবর্তী, বংশীবদন বর্মন, খোকন মিঁয়া, পরিমল বর্মন, আজিজুল হক-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও