
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: এক পেগ, দেড় পেগের মদের বোতল মিলবে যোগী রাজ্যে। ২০২৫–২৬ অর্থবর্ষের জন্য আবগারি নীতির অনুমোদন দিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন মন্ত্রিসভা। তাতেই বলা হয়েছে ৬০ মিলিমিটার, ৯০ মিলিমিটারের বিদেশি মদের বোতল এবার থেকে মিলবে রাজ্যে। এছাড়া উত্তরপ্রদেশে এবার থেকে কাচের বোতলের বদলে টেট্রা প্যাকে পাওয়া যাবে দেশি মদ।
প্রসঙ্গত, বুধবার রাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি ক্যাবিনেট বৈঠক হয়। সেখানে আবগারি আইনের সংস্কার নিয়ে আলোচনা হয়। এরপরই ঘোষণা করা হয়, নতুন আবগারি নীতিতে মদ এবং ভাঙের দোকানের লাইসেন্স এবার ই–লটারির মাধ্যমে পাওয়া যাবে। আগের মতো লাইসেন্স নবীকরণের ব্যবস্থা থাকছে না। ই–লটারিতে যাঁরা মদ এবং ভাং বিক্রির লাইসেন্স পাবেন, রাজ্যে দু’টির বেশি দোকান করতে পারবেন না তাঁরা।
উত্তরপ্রদেশের আবগারি মন্ত্রী নীতিন আগরওয়াল বলেছেন, ‘সরকার রেগুলার ক্যাটেগরিতে বিদেশি মদ ৬০ মিলিলিটার (এক পেগ) এবং ৯০ মিলিলিটারের (দেড় পেগ) মদের বোতল আনার অনুমোদন দিয়েছে। ভেজাল দেশি মদের বিক্রি রুখতে দেশি মদ আর কাচের বোতলে পাওয়া যাবে না। টেট্রা প্যাকে বিক্রি হবে।’ মন্ত্রী আরও বলেছেন, গত সাত বছরে প্রথম বার সে রাজ্যের সমস্ত দেশি, বিদেশি মদের দোকান এবং ভাঙের দোকান ই–লটারি ব্যবস্থার মাধ্যমে বরাদ্দ হবে। নতুন ব্যবস্থায় এক জন আবেদনকারী কেবল একটি আবেদনপত্র জমা করতে পারবেন এবং কোনও ব্যক্তি রাজ্য জুড়ে দু’টির বেশি মদ বা ভাঙের দোকান খুলতে পারবেন না। বিদেশি মদ, বিয়ার, ওয়াইন ইত্যাদি খুচরো বিক্রির জন্য দোকান চালু হবে। নির্ধারিত বিদেশি মদ এবং বিয়ার বিক্রির জন্য অতিরিক্ত লাইসেন্স ফি–ও নেবে না আবগারি দপ্তর।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও