
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আকাশে বাতাসে প্রেম প্রেম ভাব। শুরু হয়েছে প্রেমের সপ্তাহ। পোশাকি নাম 'ভ্যালেন্টাইন'স উইক'। ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত রোজই মনের মানুষকে ভালবাসা প্রকাশের এক একটি বিশেষ দিন। আর প্রেম প্রকাশে ফুলের চেয়ে ভাল কী বা হতে পারে! গল্প-উপন্যাস হোক কিংবা রূপোলি পর্দা, গোলাপ সবসময়েই ভালবাসা, প্রেমের প্রতীক। সিনেমার নায়ক-নায়িকাদের মতো বাস্তবে মনের মানুষের গোলাপ হাতে প্রেম নিবেদন, বইয়ের ভাঁজে লুকিয়ে রাখা সেই শুকনো গোলাপ-সবেতেই সূক্ষ্ম প্রেমের অনুভূতি। তাই তো আজ ৭ ফেব্রুয়ারি শুরুতেই 'রোজ ডে'।
আজকের দিনে কেউ গোলাপ ফুল দিয়ে পছন্দের মানুষকে মনের কথা জানাবেন, আবার কেউ বা বহু পুরনো সম্পর্ক একটু চাঙ্গা করবেন। আপনিও কি আজ প্রিয় মানুষকে গোলাপ উপহার দেবেন? তবে শুধুই লাল-হলুদ নয়, হরেক রঙের গোলাপ দিতে পারেন। তবে তার আগে জেনে নিন কোন রঙের গোলাপের কী অর্থ।
লাল গোলাপ- লাল রঙ প্রেম এবং আবেগের প্রতীক। লাল গোলাপ সাধারণত ভালবাসা প্রকাশ করতে এবং আন্তরিক প্রতিশ্রুতি দিতে ব্যবহৃত হয়।
সাদা গোলাপ- ভালবাসা, সম্মানের প্রতীক সাদা গোলাপ। কাছের মানুষকে অর্থপূর্ণ উপহার হিসাবে কিংবা কোনও সাজসজ্জায় এই গোলাপ ব্যবহৃত হয়।
হলুদ গোলাপ- বন্ধুত্ব, সম্পর্কের উষ্ণতা, সুখ এবং ইতিবাচক মনোভাবের প্রতীক হলুদ গোলাপ। খুব কাছের বন্ধুকে হলুদ গোলাপ দিতে পারেন।
নীল গোলাপ- নীল গোলাপ সংবেদনশীলতা এবং মানসিক শক্তির প্রতীক। প্রাপকের প্রতি গভীর আবেগ এবং বোঝাপড়া প্রকাশ করতেও নীল গোলাপ দিতে পারেন।
পীচ গোলাপ: সহানুভূতি, বিনয় এবং আন্তরিকতা বোঝায় পীচ গোলাপ। প্রকৃত প্রতিশ্রুতির অঙ্গীকার বোঝাতে প্রেমিক-প্রেমিকারা পীচ গোলাপ উপহার দিয়ে থাকেন।
গোলাপি গোলাপ- কমনীয়তা এবং সৌন্দর্যের প্রতীক গোলাপি প্রতীক। কারও কাজের প্রশংসা নিখুঁতভাবে প্রকাশের জন্যও এই রঙের গোলাপ উপহার দেওয়া হয়।
বেগুনি গোলাপ- এই গোলাপ মুগ্ধতা এবং রহস্যের প্রতীক। ফ্যাকাশে বেগুনি বা ল্যাভেন্ডার গোলাপ বিশেষভাবে 'প্রথম দর্শনে প্রেম' বোঝাতে উপহার দেওয়া হয়।
স্নানের জলে আয়রন? মাথায় দিলে নষ্ট হচ্ছে চুল? নিয়মিত এই কটি নিয়ম মানলেই হারাবে না চুলের জেল্লা
জটিল রোগ বাসা বেঁধেছে শরীরে? জিভের রংই বলে দেবে স্বাস্থ্যের হাল-হকিকত
সঙ্গীর শুধুই সঙ্গমে আগ্রহ? আপনার সম্পর্কের রসায়নে বিপদ সংকেত নয় তো! ৫ লক্ষণই বলে দেবে সহজে
কেদারনাথ যাত্রা শুরু আগামিকাল, পর্যটকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে চালু হচ্ছে নতুন টোকেন ব্যবস্থা
৪০ পেরিয়েও ২১-এর শক্তি! যৌবন ধরে রাখতে ট্যাবলেট নয়, প্রয়োগ করুন এই পঞ্চবান
এক রাতে গায়েব দাগছোপ, হিরের মতো চমকাবে ত্বক! এই ঘরোয়া ক্রিমের ম্যাজিকেই তাক লাগাবে জেল্লা
লিভারের জন্য জরুরি ম্যাগনেশিয়াম, কোন কোন খাবার মিলিয়ে খেলে ঠেকাতে পারবেন ফ্যাটি লিভারের ঝুঁকি
চাল ভেজানো জলেই ম্যাজিক! এক সপ্তাহ এইভাবে ব্যবহার করুন তো, ফল দেখলে চমকে যাবেন
ফোনের আসক্তিতে সন্তানের আচরণে বদল এসেছে? ৫ লক্ষণ দেখলেই সতর্ক হন
শুধু রান্না-গরম নয়, হেঁশেলের হরেক কাজ নিমেষে করতে পারে মাইক্রোওয়েভ অভেন! জানেন সেইসব জাদু টোটকা?