
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পায়ে শিকল বেঁধে, হাতকড়া পরিয়ে আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী ১০৪ জন ভারতীয়কে বুধবার দেশে ফেরত পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্প সরকার। আমেরিকা প্রশাসনের এ হেন নিষ্ঠুর পদক্ষেপের জেরে বিরোধীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে। বৃহস্পতিবার রাজ্যসভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ''এমন ঘটনা শুধু ভারতীয়দের সঙ্গে হচ্ছে না।'' এর পরেই তিনি জানান, গত ১৫ বছরে ১৫ হাজার ৭৫৬ জন অবৈধ ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে আমেরিকা। ২০০৯ সাল থেকে এই প্রক্রিয়া চলছে।
জয়শঙ্করের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে সবচেয়ে বেশি ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছিল। সেই সংখ্যা ছিল ২০৪২। ২০২০ সালে ফেরত পাঠানো হয়েছিল ১৮৮৯ জনকে। ২০০৯-এ ৭৩৪ জন, ২০১০-এ ৭৯৯ জন, ২০১১-এ ৫৯৭ জন, ২০১২-এ ৫৩০ জন, ২০১৩-এ ৫১৫ জন, ২০১৪-এ ৫৯১ জন, ২০১৫-এ ৭০৮ জন, ২০১৬-এ ১৩০৩ জন, ২০১৭-এ ১০২৪ জন, ২০১৮-এ ১১৮০ জন, ২০১৯-এ ২০৪২ জন, ২০২০-তে ১৮৮৯ জন, ২০২১-এ ৮০৫ জন, ২০২২-এ ৮৬২ জন, ২০২৩-এ ৬১৭ জন, ২০২৪-এ ১৩৬৮ জন এবং ২০২৫-এর ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১০৪ জনকে দেশে ফেরত পাঠিয়েছে আমেরিকা।
জয়শঙ্কর রাজ্যসভায় বলেন, ‘‘বিতাড়িত অবৈধবাসীদের সঙ্গে যাতে কোনও দুর্ব্যবহার না করা হয় তা নিশ্চিত করতে ভারত সরকার আমেরিকার সঙ্গে যোগাযোগ রেখেছিল।’’ অমৃতসরে ফেরত আসা অবৈধ ভারতীয়দের কয়েক জন জানিয়েছেন, পুরো বিমানযাত্রাতেই তাঁদের হাত-পা বাঁধা ছিল। মার্কিন নিয়মের কথা তুলে ধরে এস জয়শঙ্কর বলেছেন, "হাতকড়া পরিয়ে বিমানে তোলা আমেরিকার নিয়ম। কিন্তু মহিলা ও শিশুদের হাতকড়া পরানো হয়নি। বাকিদেরও শৌচাগারে যাওয়ার সময় হাতকড়া খুলে নেওয়াও হয়েছে।"
বুধবার দুপুরে অবৈধ অভিবাসীদের নিয়ে অমৃতসরের শ্রী গুরু রামদাসজি বিমানবন্দরে অবতরণ করে মার্কিন সেনাবাহিনীর সামরিক বিমান। বিমানটি মঙ্গলবার টেক্সাস থেকে রওনা দিয়েছিল। ১০৪ জনের মধ্যে মধ্যে ৩৩ জন হরিয়ানার, ৩৩ জন গুজরাতের, ৩০ জন পাঞ্জাবের, ৩ জন মহারাষ্ট্রের, ৩ জন উত্তরপ্রদেশের এবং ২ জন চণ্ডীগড়ের বাসিন্দা। এই দলে ১৯ জন মহিলা এবং ১৩ জন নাবালকও ছিল। যার মধ্যে চার বছরের একটি ছেলে এবং পাঁচ এবং সাত বছরের দু'টি মেয়েও ছিল।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও
যুদ্ধের আবহ, ১৯৭১ সালে লড়াইয়ের সময়ে কীভাবে রক্ষা করা হয়েছিল তাজমহলকে?
বিয়েবাড়ির হুল্লোড়ের মাঝে নাবালিকার চিৎকার, কাঁপতে কাঁপতে ভয়ঙ্কর অত্যাচারের বর্ণনা পরিবারকে, ছুটে এল পুলিশ
সিন্ধু জলচুক্তি বাতিল, কটি বাঁধকে নিয়ন্ত্রণ করবে ভারত
সন্ত্রাসবাদকে শায়েস্তা করতে খোলা হাত, সেনাকে জানিয়ে দিলেন মোদি!
মেনুতে পনির নেই কেন? রাগে বিয়েবাড়িতে বাস ঢুকিয়ে মণ্ডপ ভাঙলেন যুবক, ভয়াবহ পরিণতি ৮ জনের