
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অবশেষে দত্তপুকুরের কাটা মুন্ডুর রহস্য ভেদ হল। হাতে লেখা ট্যাটুর ‘বি’ দেখে জানা গেল নিহত যুবকের পরিচয়। নাম হজরত লস্কর (২৯)। তাঁকে খুনের অভিযোগে ওবায়দুল মন্ডল নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, হজরত ও ওবায়দুল দু’জনেই গাইঘাটার বাসিন্দা। বৃহস্পতিবার ধৃত ওবায়দুলকে বারাসত আদালতে তোলা হবে।
সোমবার দত্তপুকুর থানার মালিয়াকুর–বাজিতপুর এলাকায় মাঠের মধ্যে এক যুবকের মুন্ডুহীন দেহ উদ্ধার হয়। কিন্তু মৃতের কোনও পরিচয় জানা যাচ্ছিল না। কাটা মুন্ডু খুঁজতে পুলিশ পার্শ্ববর্তী খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালায়। কিন্তু সেই কাটা মুন্ডুর সন্ধান পাওয়া যায়নি। বুধবার বিকেলে ঘটনা অন্যদিকে মোড় নেয়। গাইঘাটা থানায় হজরত লস্কর নামে এক যুবকের নিখোঁজের অভিযোগ দায়ের হয়। পুলিশের পক্ষ থেকে তখন পরিবারের সদস্যদের বারাসত হাসপাতালে আসার কথা বলা হয়। পরিবারের লোকজন তড়িঘড়ি হাসপাতালে পৌঁছন। তারপর তাঁরা হাতের ‘লভ’ ট্যাটু ও ইংরেজি হরফে ‘বি’ লেখা দেখে মৃতদেহ শনাক্ত করেন। খবর পৌঁছয় দত্তপুকুর থানায়। পরিবারের লোকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন, ২ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার সকাল থেকেই হজরত নিখোঁজ ছিলেন। বাড়ি থেকে বেরোনোর সময় হজরতের সঙ্গে ওবায়দুল ছিল। হজরত নিখোঁজ হওয়ার পর থেকে ওবায়দুলকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার বিকেলে হজরতের দেহ শনাক্ত হওয়ার পর পুলিশ ওবায়দুলের মোবাইল লোকেশন ট্রাক করে। পুলিশ জানতে পারে, বারাসত স্টেশন চত্বরে সে ঘোরাফেরা করছে। আচমকা পুলিশ বারাসত স্টেশন চত্বর থেকে তাকে পাকড়াও করে। থানায় নিয়ে জেরায় সে ভেঙে পড়ে। পুলিশের দাবি, জেরার সময় হজরতকে সে খুন করার কথা কবুল করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হজরতের আদি বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলায়। নিহত যুবকের স্ত্রীর সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, কয়েকমাস আগে হজরতের বিয়ে হয়েছে। বিয়ের পর তাঁরা গাইঘাটার আঙুলকাটা গ্রামে ভাড়া বাড়িতে থাকত। আঙুলকাটা গ্রামের বাসিন্দা ওবায়দুল মণ্ডল সম্পর্কে হজরতের তুতো ভাই হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরানো কোনও ব্যক্তিগত আক্রোশ থেকে ওবায়দুল হজরতকে নৃশংসভাবে খুন করেছে। খুনের আগে ওই কৃষিজমিতে বসেই তারা দু’জন মদ খেয়েছিলেন। অত্যধিক মদ খাইয়ে ওবায়দুল হজরতকে খুন করে। প্রমাণ লোপাট করতেই মুন্ডু কাটা হয়েছে। যৌনাঙ্গের উপরের অংশ ক্ষত করা হয়েছে। পাশাপাশি দেহে আগুনও ধরিয়ে দেওয়া হয়। ধৃতকে জেরা করে হজরতের কাটা মুন্ডুর খোঁজ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী