
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: প্রেম এমন এক গভীর অনুভূতি যার অভিজ্ঞতা যে কোনও বয়সে হতে পারে। কাউকে হঠাৎ দেখে যেমন ভাল লেগে যায়, আবার দীর্ঘদিন ধরে কথা বলা, বোঝাপড়ার পরও আকর্ষণ অনুভব হতে পারে। প্রেম মানুষকে গড়ে, আবার ভাঙেও। প্রেমের উন্মাদনায় পড়ে প্রেমিক-প্রেমিকা অসাধ্যকেও সাধ্য করে। এককথায় ভালবাসা যেন নেশার মতো। মাদকাসক্তের মতো এতেও রয়েছে এক অদ্ভুত আসক্তি। কিন্তু প্রেম কি শুধুই আবেগ, নাকি এর পিছনে রয়েছে জটিল রসায়ন?
যুগ যুগ ধরে প্রেম শুধু কবি-সাহিত্যিকদের লেখনীতে বর্ণিত হয়নি, বিজ্ঞানীদের কাছেও রয়েছে প্রেমের ব্যাখ্যা। প্রেমের ব্যাপারে প্রচলিত কথা ‘অপোজিট অ্যাট্রাক্ট’। তবে বিজ্ঞান এই যুক্তি মানতে নারাজ। সায়েন্স বলছে, দু’জন মানুষের ব্যক্তিত্বে, পছন্দ-অপছন্দে যত মিল থাকে, তাঁরা একে অপরকে তত বেশি আকৃষ্ট করেন। আসলে প্রেমে পড়া বিষয়টা আপাতভাবে যতটা সহজ বলে মনে হয়, ততটা নয়!
ভালবাসা নি:সন্দেহে পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি। আর এই অনুভূতি একজন মানুষের প্রতি দায়বদ্ধ করে তোলে৷ কখন কোন অজান্তে প্রিয় মানুষটির সবকিছুই নিজের জীবনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তা বুঝে ওঠা মুশকিল৷ সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, প্রেম মস্তিষ্কের নির্দিষ্ট অংশকে উত্তেজিত করে। জানলে অবাক হবেন, মস্তিষ্কের সেই অংশই ড্রাগ কিংবা ভিডিও গেমের নেশাতেও প্রতিক্রিয়া জানায়। আর সেই কারণেই প্রেম ভেঙে গেলে তা মেনে নেওয়া কঠিন হয়ে দাঁড়ায়।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গিয়েছে, রোম্যান্টিক প্রেম, বন্ধুত্ব কিংবা পোষ্যর প্রতি ভালবাসারও মস্তিষ্কের একাধিক অংশে প্রভাব রয়েছে। বেশ কয়েকজন ব্যক্তির উপর ফাংশনাল ম্যাগনেটিক রিসন্যান্স ইমাজিনিং (এফএমআরআই) নামে একটি ব্রেন স্ক্যান প্রযুক্তি ব্যবহার করা হয়। যেখানে দেখা গিয়েছে, মানুষ তাঁদের সন্তান, পার্টনার এবং বন্ধুত্বের গভীর সম্পর্কে আবদ্ধ থাকে যা তাঁদের মস্তিষ্কে বিভিন্ন কার্যকারিতায় প্রভাব ফেলে।
গবেষণা বলছে, কোনও ব্যক্তির প্রেমে পড়ার পিছনে মূলত তিনটি কারণ থাকে৷ সেই ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ হতে চাওয়ার আকাঙ্ক্ষা৷ তাঁকে ঘিরে তৈরি হওয়া আবেগ এবং তাঁর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার অনুভূতি৷ তবে এই তিনটি কারণ ছাড়াও প্রেমে পড়ার পিছনে আরও কারণ থাকতে পারে৷ সাধারণত, সামনের মানুষটি পছন্দ করে জানলে পারলেও তা প্রেমে পড়ার কারণ হয়ে দাঁড়ায়৷
বৈজ্ঞানিকভাবে বলতে গেলে, একটি রোমান্টিক সম্পর্ক তৈরি হওয়ার পিছনে বিভিন্ন ধরনের রসায়ন প্রয়োজন। কারও প্রেমে পড়ার জন্য যতটা না বাহ্যিক উদ্দীপনা থাকে, তার চেয়েও বেশি থাকে নিউরোকেমিক্যাল প্রক্রিয়া।
স্নানের জলে আয়রন? মাথায় দিলে নষ্ট হচ্ছে চুল? নিয়মিত এই কটি নিয়ম মানলেই হারাবে না চুলের জেল্লা
জটিল রোগ বাসা বেঁধেছে শরীরে? জিভের রংই বলে দেবে স্বাস্থ্যের হাল-হকিকত
সঙ্গীর শুধুই সঙ্গমে আগ্রহ? আপনার সম্পর্কের রসায়নে বিপদ সংকেত নয় তো! ৫ লক্ষণই বলে দেবে সহজে
কেদারনাথ যাত্রা শুরু আগামিকাল, পর্যটকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে চালু হচ্ছে নতুন টোকেন ব্যবস্থা
৪০ পেরিয়েও ২১-এর শক্তি! যৌবন ধরে রাখতে ট্যাবলেট নয়, প্রয়োগ করুন এই পঞ্চবান
এক রাতে গায়েব দাগছোপ, হিরের মতো চমকাবে ত্বক! এই ঘরোয়া ক্রিমের ম্যাজিকেই তাক লাগাবে জেল্লা
লিভারের জন্য জরুরি ম্যাগনেশিয়াম, কোন কোন খাবার মিলিয়ে খেলে ঠেকাতে পারবেন ফ্যাটি লিভারের ঝুঁকি
চাল ভেজানো জলেই ম্যাজিক! এক সপ্তাহ এইভাবে ব্যবহার করুন তো, ফল দেখলে চমকে যাবেন
ফোনের আসক্তিতে সন্তানের আচরণে বদল এসেছে? ৫ লক্ষণ দেখলেই সতর্ক হন
শুধু রান্না-গরম নয়, হেঁশেলের হরেক কাজ নিমেষে করতে পারে মাইক্রোওয়েভ অভেন! জানেন সেইসব জাদু টোটকা?