
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২৫ (বিজিবিএস ২০২৫) শুরু হল জাঁকজমকপূর্ণভাবে। শিল্পপতি মুকেশ আম্বানি, সজ্জন জিন্দল-সহ দেশ বিদেশের নানা শিল্পপতি এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেখানে। রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি এবং জিন্দল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দল বাংলায় বিনিয়োগের কথা ঘোষণা করেন বিজিবিএস-এর মঞ্চ থেকে।
এর পরেই বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বক্তব্যের শুরুতেই তিনি ধন্যবাদ জানান বিজিবিস-এ উপস্থিত সকল অতিথিদের। মুকেশ আম্বানিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ''মুকেশজি সবটাই বলে দিয়েছেন। আমার বলার জন্য কিছুই রাখেননি। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে দিঘা সবটা বলেছেন। তিনি জানিয়েছেন, কলকাতা বিশ্বকে যোগ করবে। আমার কিছুই বলা নেই। আপনি এবং আপনার পরিবারকে ধন্যবাদ। আমরা সকল রাজ্যকে ভালবাসি। রবি ঠাকুর জাতীয় সঙ্গীতে বলেছেন পঞ্জাব সিন্ধু গুজরাত মারাঠা। আমরা খুব ভাগ্যবান বাংলার জন্য এত কিছু করছেন।''
রাজ্যে বিনিয়োগের বিষয়ে তিনি বলেন, ''স্বাধীনতার পূর্বে দেশের রাজধানী ছিল বাংলা। আমাদের ভুলবেন না। বাংলায় প্রচুর বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার গেটওয়ে বাংলা। আমাদের দেখে বাকিরাও এখন বাণিজ্য সম্মেলন করছে।'' পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে তিনি বলেন, ''দেশে ক্ষুদ্র-মাঝারি শিল্পে আমরা এক নম্বর। নারী ক্ষমতায়নে এক নম্বর। এই সরকার ক্ষমতায় আসার পর কোনও কর্মদিবস নষ্ট হয় না। বাংলায় এখন ধর্মঘটের সংস্কৃতি নেই। গত সাতটি বিজিবএস-এ ৯০ লক্ষ ৫১ হাজার কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। দেশের বৃহত্তম অর্থনীতি রাজ্যের। রাজ্যের জিডিপি দেশের জিডিপির তুলনায় দ্রুত হারে বৃদ্ধি হয়েছে। ''
বিরোধীদের কটাক্ষের জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ''অনেকেই জানতে চান বিজিবিএস করে লাভ কী? আমার উত্তর, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বাণিজ্য সম্মেলন। আমাদের সরকার রাজ্যবাসীর প্রতি দায়বদ্ধ।''
বিনিয়োগ ও শিল্প তৈরির প্রক্রিয়া আরও সহজ ও সরল করতে বিশেষ কমিটি তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সেই কমিটির নেতৃত্বে থাকবেন মুখ্যসচিব। বিভিন্ন দপ্তর ও বিভাগ না ঘুরে ওয়ান স্টপ সমাধান দেওয়ার কাজ করবে এই কমিটি। যাতে যাঁরা বিনিয়োগ করতে চান তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁদের প্রকল্প রূপায়ন করতে পারেন। মমতার আরও ঘোষণা, যে সমস্ত চা বাগানে চা উৎপাদনের কাজ হচ্ছে না, সেখানে জমির দরে ৩০ শতাংশ ছাড়ে হোটেল, ইকো ট্যুরিজম বা হোম-স্টে তৈরি করতে পারবেন শিল্পপতিরা। এ ক্ষেত্রে স্থানীয় মানুষের কর্মসংস্থানের কথা মাথায় রাখতে হবে।
রাজ্যে ২৮০০ তথ্যপ্রযুক্তির সংস্থা রয়েছে। ইনফোসিস নতুন অফিস খুলেছে। আইটিসি আন্তর্জাতিক মানের ডেটা সেন্টার খুলেছে। শেষ দুই বছরে পর্যটন শিল্প এবং দুর্গাপুজোয় ১৯ কোটি পর্যটক এসেছেন বাংলায় এসেছেন বলে জানান মমতা। এর পাশাপাশি তিনি জানান, দুর্গাপুজা এবং অন্যান্য উৎসব ঘিরে বাংলায় এক লক্ষ কোটি টাকার ব্যবসা হয়েছে। টাটা সংস্থার তরফ যোগাযোগ করা হয়েছিল। কিছু সমস্যা থাকায় তাঁদের প্রতিনিধিরা আসতে পারেননি। ভবিষ্যতে তাদের প্রতিনিধি আসবেন বাংলায়। সেই সময় বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা কর হবে বলে জানান মমতা। সর্বশেষে জয় হিন্দ, জয় বাংলা বলে নিজের বক্তৃতা শেষ করেন তিনি।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী