
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: প্রেমের ফাঁদ পাতা ভুবনে। তবে এ প্রেম অন্য প্রেম। দীর্ঘদিনের প্রথা মেনে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলোর মধ্যে তত্ত্ব বিনিময়ে মেতে উঠল ছাত্রছাত্রীরা। পরস্পরের হস্টেলে যাবার লাইসেন্স তো আছেই, আছে ভাব বিনিময়ের মুহূর্ত। একে অপরকে মিষ্টি, চকোলেট উপহার দিয়ে বন্ধুত্বের বন্ধনকে আরও নিবিড় করার আহ্বান।
ভালবাসা মাখা গোলাপবাগ ক্যাম্পাসে যেন প্রেমের হৈ–হুল্লোড়। ভাল লাগা থেকে ভালবাসার জন্ম দেয় গোলাপবাগ। এই ক্যাম্পাসেই জন্ম নেয় প্রেম, জন্ম নেয় বিরহেরও।
সরস্বতী পুজো মানেই বাঙালির কাছে ভ্যালেন্টাইনস ডে। আর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হস্টেলের আবাসিক ছাত্রছাত্রীরা এই দিনটার জন্য বছরভর অপেক্ষা করে থাকে।
ভালবাসার দিনে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের আনাচেকানাচে আঁকা হয় ভালবাসার খণ্ডচিত্র। তৈরি হয় এক অন্য প্রেমের কাহিনি। তবে এই প্রেম চেনা ছকের চেয়ে একটু আলাদা। বিয়ের মতো তত্ত্বের ডালি আদান প্রদানের মধ্যে তৈরি হয় এক নতুন ভালবাসা, নতুন প্রেম।
রাজ্যের মধ্যে একমাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয়েই সরস্বতী পুজোকে কেন্দ্র করে চলে বিয়ে বাড়ির মতো তত্ত্ব আদান প্রদান। যাতে থাকে চকোলেট, চিপস, ফুল, বিভিন্ন রকমের ফল ও ফুল। তত্ত্বের ডালি হাতে দিনভর হস্টেলের ছাত্রছাত্রীরা আনন্দে মেতে থাকে।
বর্ধমান বিশ্ববিদ্যালয় সংলগ্ন ক্যাম্পাসে রয়েছে একাধিক ছাত্র ও ছাত্রীনিবাস। এর মধ্যে তারাবাগ ক্যাম্পাসে রয়েছে ছ’টি ছাত্রীনিবাস। তবে সারা বছর ছেলেদের হস্টেলে যাতায়াত করার সুযোগ থাকলেও মেয়েদের হস্টেলে তা থাকে না। শুধুমাত্র সরস্বতী পুজোর পরের দিন মেয়েদের হস্টেলে ঠাকুর দেখা ও তত্ত্ব নিয়ে যাওয়ার অনুমতি পায় ছেলেরা। এই তত্ত্ব একদিকে যেমন মেয়েরা ছেলেদের হস্টেলে নিয়ে যায় তেমনি ছেলেরাও মেয়েদের হস্টেলে আসে ৷ রীতিমতো ঢাক বাজিয়ে ট্রে–তে তত্ত্ব যায় একের পর এক হস্টেলে। এরপর সেখানে খাওয়া দাওয়া সেরে আবার অন্য হস্টেলে যাওয়া। এভাবেই সরস্বতী পুজোর দ্বিতীয় দিন কাটে আবাসিক ছাত্র ও ছাত্রীদের।
গোলাপবাগ ক্যাম্পাসে সাতের দশক থেকে চলে আসছে সরস্বতী পুজোর পরদিন তত্ত্ব আদান–প্রদানের রীতি। মঙ্গলবারও বেলা গড়াতেই বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে দেখা গেল হাতে ফুল ও মিষ্টি দিয়ে সাজানো তত্ত্ব আদানপ্রদান। ঢাক, কাঁসর ঘণ্টা বাজিয়ে পড়ুয়ারা নাচতে নাচতে হাজির হয় ছাত্রী ও ছাত্রাবাসে। রঙবেরঙের শাড়ি ও পাঞ্জাবি পরনে পড়ুয়ারা যেন বসন্তেরই দূত।
এই প্রথা কবে, কেন চালু হয়েছিল তা স্পষ্ট করে কেউ বলতে পারেন না। তবে সকলেই এটা বলেন, পুজোর পরের দিন এই তত্ত্ব আদান প্রদানের মাধ্যমে মনের মানুষের একটু কাছাকাছি আসার সুযোগ হয়। সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চান না অনেকেই।
তত্ত্বের হাত ধরে মন দেওয়া নেওয়ার পালাও চলে। চকোলেট, মিষ্টি, ফুল ইত্যাদি উপহার দেওয়ার মোড়কে আসলে মনের মানুষকে মনের কথা জানানো। এভাবেই গার্গী, নিবেদিতা, সরোজিনী এবং মীরাবাঈ হস্টেলের কোনও ছাত্রীর সঙ্গে প্রতিবার মিলে যায় চিত্তরঞ্জন, অরবিন্দ, নেতাজি, বিবেকানন্দ এবং রবীন্দ্র ছাত্রাবাসের কোনও পড়ুয়ার মন। তাই আজ বসন্তের পদধ্বনি গোলাপবাগ জুড়ে। এ আর এক বসন্তের বজ্রনির্ঘোষ।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী