
সোমবার ০৫ মে ২০২৫
অতীশ সেন, ডুয়ার্স: জলপাইগুড়ি জেলার ডামডিমে আহত হাতিকে তাড়াতে জেসিবি ব্যবহারের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হওয়ার পরই জেসিবি’টিকে আটক করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে চালককে। জানা গিয়েছে গ্রেপ্তার জেসিবি চালক অমন এক্কা’র বাড়ি ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তারঘেরা এলাকায়। রবিবার রাতে মাল থানার পুলিশ জেসিবি’টিকে আটক করে থানায় নিয়ে আসে। চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে।
শনিবার ভোরে আপালচাঁদ জঙ্গল থেকে বেড়িয়ে একটি আহত দাঁতাল হাতি বেতগুঁড়ি চা বাগান হয়ে কুমলাইগ্রাম পঞ্চায়েতের সেনপাড়া এলাকায় চলে আসে। সেখান থেকে মানুষের তাড়া খেয়ে সেটি পশ্চিম ডামডিম এলাকার চা বাগানে আশ্রয় নেয়। হাতিটির পিছনের পা ও চোখে আঘাত থাকায় সেটি ঠিকমতো চলাফেরা করতে পারছিল না। হাতিটি তারঘেরা রেঞ্জ সংলগ্ন এলাকায় ঘুরে বেড়ানোর সময় একটি জেসিবি মেশিন দিয়ে হাতিটিকে তাড়ানোর চেষ্টা করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় জেসিবি চালক ‘লোডার বাকেট’ দিয়ে হাতিটির সঙ্গে লড়াই করছে, হাতিটির দিকে তেড়ে যাচ্ছে। ফলস্বরূপ হাতিটিও জেসিবিকে আক্রমণ করে এবং আরও খানিকটা আহত হয়। এছাড়াও প্রচুর মানুষ হাতিটিকে উত্যক্ত করছে, পাথর ছুঁড়ছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই পরিবেশপ্রেমী সংগঠন ‘মাল মাউন্টেন ট্রেকার ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে জেসিবি চালক এবং হাতিটিকে যাঁরা উত্যক্ত করছিল তাঁদের বিরুদ্ধে মাল থানায় এবং বনদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে। এর পরই রবিবার রাতে জেসিবি’টিকে আটক করার পাশাপাশি সেটির চালক’কে গ্রেপ্তার করে মাল থানার পুলিশ। জানা গেছে, সোমবার বিকেল পর্যন্ত হাতিটি তারঘেরা বনাঞ্চলে রয়েছে। তবে সেটির চিকিৎসার কোনও রকম আয়োজন দেখা যায়নি।
ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির পক্ষ থেকে নফসর আলি বলেন ‘উত্তরবঙ্গে বন্য পশুদের চিকিৎসার তেমন কোনও পরিকাঠামো নেই। হাসপাতাল নেই। কোনও পশু আহত হলে ‘দেখছি–দেখব’ করতে করতেই অনেক সময় পেরিয়ে যায়। বেশিরভাগ সময়েই অসুস্থ কিংবা আহত বন্য পশুর বিনা চিকিৎসায় মৃত্যু ঘটে। এই হাতিটিরও কোনও চিকিৎসা শুরু হয়নি। হাতিটিকে তাড়িয়ে তারঘেরা জঙ্গলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেখানে আদৌ চিকিৎসা সম্ভব কি না সন্দেহ রয়েছে। এইভাবে চলতে থাকলে কিছুদিন আগে আপালচাঁদ জঙ্গলে যেভাবে একটি অসুস্থ হাতি বিনা চিকিৎসায় মারা গিয়েছিল, এই হাতিটিরও তেমনই পরিণতি হবে।’
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী