
শনিবার ০৩ মে ২০২৫
মিল্টন সেন, হুগলি: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোয়ার্টার খালি করতে হবে। রবিবার সকাল থেকে এই নোটিশ ঘিরে তীব্র চাঞ্চল্য ব্যান্ডেল আমবাগান রেল কলোনি এলাকায়। বাংলায় টাইপ করা নোটিশের নিচে লেখা পূর্ব রেল কর্তৃপক্ষ। সোমবার রেলের দেওয়া নোটিশের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন চুঁচুড়ার বিধায়ক। তাঁর নেতৃত্বে মিছিল করে আইওডবলিউ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় আমবাগান রেল কলোনির বাসিন্দারা।
ব্যান্ডেল আমবাগান এলাকায় রয়েছে রেলের কোয়ার্টার। সেখানে দীর্ঘ সময় ধরে বসবাস করে একাধিক পরিবার। সম্প্রতি বাসিন্দাদের উদ্দেশে একটি নোটিশ দেওয়া হয়। বলা হয় ৪৮ ঘণ্টার মধ্যে রেল কোয়ার্টারে বসবাসকারীরা সকলে কোয়ার্টার খালি করুন। না হলে রেল কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। নিচে লেখা আছে আদেশ অনুসারে পূর্ব রেলওয়ে হাওড়া। এদিন নোটিশের বিরোধিতা করে আমবাগানে সভা করেন তৃণমূল বিধায়ক। পরে মিছিল করে ইন্সপেক্টর অফ ওয়ার্কস এর অফিস ঘেরাও করা হয়। এই প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার বলেছেন, ‘পুনর্বাসন ছাড়া কোনও রকম উচ্ছেদ করা যাবে না। রেল কোয়ার্টারে যারা বসবাস করছেন কেউ ত্রিশ, চল্লিশ বছর ধরে রয়েছেন। অনেকেই আছেন যাদের দাদু কিংবা বাবা রেলে চাকরি করতেন। এখন তাদের উচ্ছেদ করলে, তাঁরা কোথায় যাবেন। ব্যান্ডেলে রেলের অনেক জায়গা আছে। এখানে কেন্দ্রীয় বিদ্যালয় হয়েছে। যথাযথ সাহায্য করা হয়েছে। রেল গাজোয়ারি যদি করে তার উত্তর গাজোয়ারিতেই দেওয়া হবে। পুনর্বাসন ছাড়া কোয়ার্টার কোনও ভাবেই খালি করা হবে না।’ কোয়াটারের বাসিন্দা কৃষ্ণা মন্ডল বলেন, তিনি পরিচারিকার কাজ করেন। বাইরে ভাড়া থাকতে গেলে ৫০০০ টাকা লাগবে। কোথায় পাবেন এত টাকা। রেলের লোকেরা এসে তাঁকে কোয়াটার ছেড়ে দিতে বলে গেছে। না হলে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার ভয় দেখিয়েছে। খুব ভয়ে ভয়ে রয়েছেন। এমন অবস্থা বাকি বাসিন্দাদেরও। সকলেই খুব ভয়ে দিন কাটাচ্ছেন। বিধায়ক সকলকে আশ্বস্ত করেছেন, পুনর্বাসন ছাড়া কাউকেই ঘর ছাড়তে হবে না। গায়ের জোরে কাউকেই ঘর ছাড়া করা যাবে না। দলীয়ভাবে এই বার্তা রেলের আধিকারিককে জানিয়ে দেওয়া হয়েছে।
ছবি: পার্থ রাহা
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী