
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গত ২৯ জানুয়ারি মহাকুম্ভে পদপিষ্ট হয়ে ৩০ জন পূণ্যার্থীর মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। মহাকুম্ভে ঘটে য়াওয়া বিভৎস ঘটনাকে 'অত্যন্ত দুর্ভাগ্যজনক' বলে মন্তব্য করলেও জনসার্থ মামলাটি গ্রহণ করলেন না প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। মামলাকারীর আইনজীবীকে এলাহাবাদ হাইকোর্টে এই ইস্যুতে মামলার আবেদন করার জন্য পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি।
সুপ্রিম কোর্টে সোমবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি পিবি সঞ্জয় কুমারের বেঞ্চে ছিল মহাকুম্ভে পদপিষ্ঠ সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি। মামলাকারীর আবেদন ছিল, প্রয়াগরাজে সমস্ত রাজ্যের নিজস্ব সেন্টার স্থাপন করার নির্দেশ দেওয়া হোক যাতে, নিজ রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সঠিক বার্তা দেওয়া যায়। মহাকুম্ভে বিভিন্ন ভাষায় ঘোষণা করা হোক এবং যে সব বোর্ড লাগানো হয়েছে তা একাধিক ভাষায় লাগানো হোক। যাতে ভিন রাজ্য থেকে এখানে আসা মানুষরা সেই বার্তা পড়তে ও বুঝতে পারেন। পাশাপাশি সব রাজ্য যোগী সরকারের সহযোগিতায় নিজ নিজ রাজ্য থেকে একটি করে ছোট মেডিক্যাল টিম এখানে কুম্ভে পাঠাক।
পাল্টা উত্তর প্রদেশ সরকারের পক্ষে উপস্থিত সিনিয়র আইনজীবী মুকুল রোহাতগির দাবি, এই ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই একটি বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে। এলাহাবাদ হাইকোর্টে ইতিমধ্যেই একই কারণে একটি আবেদন দাখিল করা হয়েছে। বেঞ্চ আইনজীবীকে মক্কেলের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে বলেছে। ভিআইপি চলাচল সাধারণ ভক্তদের নিরাপত্তার উপর কোনও প্রভাব ফেলবে না বা বিপদ তৈরি করবে না এবং মহাকুম্ভে ভক্তদের প্রবেশ ও প্রস্থানের জন্য উপযুক্ত জায়গা থাকবে, এই মর্মে আদালতের থেকে আদেশ দেওয়ার আবেদন করেন মামলাকারী।
এরপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কুম্ভ সংক্রান্ত মামলাটি গ্রহণ করতে চাননি। তবে, উত্তরপ্রদেশ সরকারের থেকে তদন্তের স্ট্যায়াস রিপোর্ট চাওয়া হয়েছে।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও